এইদিন ওয়েবডেস্ক,গড়িয়াবন্দ(ছত্তিশগড়),১৬ মার্চ : ছত্তিশগড়ের গড়িয়াবন্দ জেলায় ভয়াবহ পথ দূর্ঘটনার বলি হলেন ৫ জন । ১৭ জন গুরুতর আহত হয়েছেন । মঙ্গলবার রাতে দূর্ঘটনাটি ঘটেছে গড়িয়াবন্দ(Gariaband) থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে জোবার(Joba) কাছে । হতাহতরা প্রত্যেকেই মাজারকাট্টার(Majarkatta) বাসিন্দা । পুলিশ সুত্রে জানা গেছে,মঙ্গলবার পার্শ্ববর্তী মোহলাই(Mohlai) গ্রামে একটি বিচিত্রানুষ্ঠান ছিল । ওই অনুষ্ঠান দেখার জন্য মাজারকাট্টা গ্রামের একটি দল ট্রাক্ট্ররের ট্রলিতে চড়ে মোহলাই গ্রামে গিয়েছিল । ফেরার পথে রাস্তার একটি বাঁকের মুখে একটি ট্রাকের সঙ্গে ওই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয় । সংঘর্ষের ফলে ট্রাক্টরের ইঞ্জিন থেকে ট্রলিটি বিচ্ছিন্ন হয়ে যায় ।
গড়িয়াবন্দের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বিশ্বদীপ যাদব বলেন,’দুর্ঘটনায় ৫ জন মারা গেছে এবং ১৭ জন আহত হয়েছে । আহতদের মধ্যে ১৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।’
দূর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন পুলিশ সুপার (এসপি) জেআর ঠাকুর, অতিরিক্ত এসপি, অতিরিক্ত কালেক্টর এবং এসডিএমসহ প্রশাসনিক আধিকারিকরা । প্রশাসনের পক্ষ থেকে আহতদের পরিবারকে তাৎক্ষনিক সহায়তার জন্য ২ হাজার টাকা করে তুলে দেওয়া হয় । এছাড়া নিহতদের পরিবারকে এককালীন ২ লাখ ও আহতদের ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার ।।