এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,০৫ মে : জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার কান্দি বনাঞ্চলে এনকাউন্টার অভিযানের সময় সন্ত্রাসবাদীদের বোমা বিস্ফোরণে শহীদ হয়েছেন ৫ জওয়ান । একটি টুইট বার্তায় হোয়াইট নাইট কর্পস বলেছে,’চলমান অভিযানে তিনজন সৈন্য যারা আগে আহত হয়েছিল দুর্ভাগ্যবশত তাদের মৃত্যু হয়েছে । অপারেশন এখনও চলছে ।’
জানা গেছে,বুধবার(৩ মে ২০২৩) গোপন সূত্রে সেনাবাহিনীর কাছে খবর আসে জঙ্গিদের কয়েকটি গোষ্ঠী ছোট ছোট দলে ভাগ হয়ে কান্দি জঙ্গলে আশ্রয় নিয়েছে। এই খবর পেয়ে সেখানে একটি যৌথ অভিযান শুরু হয় । আজ শুক্রবার সকাল সাড়ে ৭ টা নাগাদ সন্ত্রাসবাদীরা একটি গুহায় প্রবেশ করেছে বলে জানতে পারে অভিযানকারী দল । এলাকাটি পাথুরে এবং খাড়া পাহাড়ের সাথে ঘন গাছপালাযুক্ত হওয়ায় সমস্যার মধ্যে পড়তে হয় যৌথবাহিনীকে । সকালের দিকে যৌথবাহিনী গুহার কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেই জওয়ানদের লক্ষ্য করে বোমা ছোড়ে সন্ত্রাসবাদীরা । সেই বিস্ফোরণে দুই সেনা সদস্য নিহত এবং চারজন আহত হয় । জখম চারজনকে উধমপুরের কমান্ড হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয় । একজন চিকিৎসাধীন রয়েছেন । সেনাবাহিনী জানিয়েছে,হামলায় জড়িত সন্ত্রাসীদের দলটিকে নির্মূল করতে নিরলস গোয়েন্দা-ভিত্তিক অভিযান চালানো হচ্ছে । প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, একদল সন্ত্রাসববাদী ওই এলাকায় আটকা পড়েছে । কয়েকজন সন্ত্রাসবাদীর হতাহতের সম্ভাবনা রয়েছে ।
এদিকে বৃহস্পতিবার ভোরে জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় নিরাপত্তা বাহিনীর এনকান্টার অভিযানে দুই জঙ্গি খতম হয় । তাদের কাছ থেকে একে ৪৭ রাইফেল সহ বেশ কিছু গোলাবারুদ উদ্ধার হয় । এর আগে বুধবার সকালে লস্কর-ই-তইবার দুই সন্ত্রাসবাদীকে নিকেশ করে ভারতীয় সেনা ।।