এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০৯ জুলাই : উত্তর গাজা উপত্যকায় এক হামলায় পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। মৃতরা হলেন : সার্জেন্ট ইলান কোহেন(২০),স্টাফ সার্জেন্ট বেটজলেল ডেভিড শাশুয়া(২১),কপ্টার রয় বেইত ইয়াকভ(২২), সার্জেন্ট গিলাদ আরে বোইম(২২) এবং সার্জেন্ট ড্যানিয়েল চেমু(২০) । এদিকে, ফিলিস্তিনি অঞ্চলের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন যে ইসরায়েলি হামলায় ৫১ জন নিহত হয়েছেন। গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যখন হোয়াইট হাউস সফর করছিলেন, তখন এই রক্তপাতের ঘটনা ঘটে।
যদিও ট্রাম্প-নেতানিয়াহুর আলোচনায় কোনও অগ্রগতি ঘোষণা করা হয়নি, তবুও একটি চুক্তির দিকে অগ্রগতির লক্ষণ দেখা গেছে। ইসরায়েলের সমীক্ষায় ২১ মাস ধরে চলা যুদ্ধের অবসানের পক্ষে ব্যাপক সমর্থন দেখা গেছে এবং সাম্প্রতিক সৈন্য মৃত্যুর ফলে নেতানিয়াহুর উপর চুক্তিতে পৌঁছানোর জন্য চাপ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে ।।

