এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,২৬ এপ্রিল : ফের মধুচক্রের হদিশ করল জম্মু ও কাশ্মীর পুলিশ । এবার উত্তর কাশ্মীর কুপওয়ারা জেলার হান্দওয়ারা এলাকার একটি বাড়িতে মধুচক্রের আসর বসানোর অভিযোগে গ্রেফতার করা হল বাড়ির মালিক,তার স্ত্রীসহ মোট ৫ জনকে । ধৃতরা হল রাফিয়াবাদের ডেঞ্জারপোরার বাসিন্দা রইস আহ লোনের ছেলে খাজির মোহাম্মদ লোন, বিলাল আহমেদ শেখ, বারামুল্লার বিনারের আব্দুল রহমান শেখ, একজন মহিলা যৌনকর্মী,বাড়ির মালিক ঋষিপুরার বাসিন্দা জিএইচ আহমদ ওয়ার এবং তার স্ত্রী । ধৃতদের বিরুদ্ধে আইপিসির প্রাসঙ্গিক ধারায় মামলা রজু করেছে পুলিশ ।
জম্মু-কাশ্মীর পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে রেশিপোরায় একজন ব্যক্তির বাড়িতে অনৈতিক কার্যকলাপের একটি চক্র পরিচালিত হওয়ার বিষয়ে নির্ভরযোগ্য সূত্র থেকে একটি খবর আসে । খবর পেতেই পুলিশের একটি দল রেশিপোরার শাবির আহমদ ওয়ার ও গোলাম আহমদ ওয়ার এর বাড়িতে অভিযান চালায় । সেখানে তখন মধুচক্রের আসর চলছিল । ঘটনাস্থল থেকে বাড়ির মালিক ও তার স্ত্রী, একজন যৌনকর্মী এবং দুই গ্রাহকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে নগদ ৪৭,৮০০ টাকা ।।