এইদিন ওয়েবডেস্ক,টেক্সাস,৩০ এপ্রিল : প্রতিবেশীর বাড়ির উঠান থেকে আধা-স্বয়ংক্রিয় রাইফেল থেকে গুলি ছুড়ছিল বছর ৩৮-এর এক ব্যক্তি । গুলির শব্দে পরিবারের এক শিশুর ঘুম ভেঙে যাবে বলে ওই বাড়ির কয়েকজন ঘরের বাইরে বেরিয়ে এসে তাকে নিষেধ করে । কিন্তু উলটে সে এক ৮ বছরের শিশুসহ ৫ জনকে এলোপাথাড়ি গুলি চালিয়ে খুন করে । ঘটনাটি ঘটেছে আমেরিকার টেক্সাসের (Texas) ক্লিভল্যান্ডে(Cleveland) এলাকায় । সান জ্যাকিন্টো কাউন্টি শেরিফ গ্রেগ ক্যাপার্স শনিবার জানিয়েছে, ঘাতকের নাম ফ্রান্সিসকো ওরোপেজা (Francisco Oropeza) । পুলিশ এখনও ওই ব্যক্তিকে খুঁজছে । শুক্রবার গভীর রাতে গুলি করার সময় একটি এআর-১৫ রাইফেল ব্যবহার করেছিল ঘাতক ব্যক্তি । ফ্রান্সিসকো ওরোপেজা নামে ওই ব্যক্তির বিরুদ্ধে পাঁচটি হত্যার অভিযোগে অভিযুক্ত করেছে এবং তার সন্ধানে কাছাকাছি একটি জঙ্গলযুক্ত এলাকায় অনুসন্ধান চালাচ্ছে পুলিশ । ক্যাপার্স বলেন,’আমাদের এক নম্বর অগ্রাধিকার হল যে ঘাতককে বের করা এবং তাকে কারাগারের পিছনে পাঠানো ।’
গ্রেগ ক্যাপার্স জানিয়েছে,শুক্রবার রাত্রি ১১.৩১ নাগাদ ক্লিভল্যান্ড থেকে একটা ফোন কল আসে । তারপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায় । বন্দুকধারী যখন বাড়ির উঠানে ঢুকে গুলি চালাতে শুরু করে তখন ঘরে মোট ১০ জন লোক ছিল । যাদের মধ্যে পাঁচজন বেঁচে যায় । এফবিআই হিউস্টন স্পেশাল এজেন্ট ইন চার্জ জেমস স্মিথ বলেছেন,আমরা ফ্রান্সিসকো ওরোপেজা নামে ওই ব্যক্তিকে বিপজ্জনক বলে মনে করি । সে যেখানেই থাকুক না কেন মানুষের জন্য সর্বদা বিপজ্জনক ।’।