এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১২ জানুয়ারী : সন্ত্রাসী গোষ্ঠী তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর মুড়িমুড়কির মত মানুষ মরছে । ফের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে আফগানিস্তানে । এবারে রাজধানী কাবুলের দাশতবার্চি এলাকায় সন্ত্রাসীদের ছোড়া বোমা বিস্ফোরণে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে এবং ১৯ জন আহত হয়েছে । যদিও বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর শহরের তালিবানের পুলিশ সদর দফতরের মুখপাত্র বলেছেন যে দুইজন নিহত হয়েছে; তবে এই বিস্ফোরণে পাঁচজন প্রাণ হারিয়েছেন বলে এলাকার বাসিন্দারা জানিয়েছেন।উল্লিখিত কমান্ডের মুখপাত্র খালিদ জাদরান, বৃহস্পতিবার বলেন, একটি বাণিজ্যিক কেন্দ্রের সামনে একটি হাতবোমার বিস্ফোরণের কারণে বিস্ফোরণ ঘটে। তিনি যোগ করেছেন যে এই বিস্ফোরণের ফলে, দুই বেসামরিক লোক নিহত এবং ১২ জন আহত হয়েছে।
তবে এলাকার বাসিন্দারা আফগা পত্রিকাকে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অন্যদিকে, পত্রিকার সাথে শেয়ার করা দুটি তালিকায় দেখা যায় যে ১৯ জন আহতকে আমিরি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আফগানিস্তানের স্বাস্থ্য দপ্তর সূত্র আহতের সংখ্যা নিশ্চিত করেছে; তবে নিহতের সংখ্যা সম্পর্কে প্রকাশ করেন। দপ্তর জানিয়েছে আহত সাতজনের মধ্যে একজনকে দুটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও দুজনেরই অবস্থা আশঙ্কাজনক।
উল্লেখ্য,বৃহস্পতিবার দুপুর ২টা ৫৪ মিনিটে কাবুলের দাশতবারচি এলাকায় এই বিস্ফোরণ ঘটে।বিস্ফোরণের দায় এখনো কেউ স্বীকার করেনি। চলতি সপ্তাহে কাবুলে এটি ছিল চতুর্থ বিস্ফোরণ।।