এইদিন ওয়েবডেস্ক,কোয়েম্বাটুর,২৫ অক্টোবর :
রবিবার (২৩ অক্টোবর ২০২২) তামিলনাড়ুর কোয়েম্বাটুরে কোট্টাই ইশ্বরম মন্দিরের সামনে একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনায় ৫ জন গ্রেফতার করেছে তামিলনাড়ু পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মহম্মদ থালকা (Mohammed Thalka), মহম্মদ আসারুদিন (Mohammed Asarudeen), মোঃ রিয়াজ( Md Riyaz),ফিরোজ ইসমাইল(Feroz Ismail) এবং মোঃ নওয়াজ (Md Navaz) । বিস্ফোরণে নিহত জামিজা মুবিন(২৫) একজন আইএসআইএস সন্ত্রাসী বলে জানা গেছে । সে শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণের নেটওয়ার্কের সাথেও যুক্ত ছিল । মুবিনের বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে। দীপাবলির সময় মন্দিরকে টার্গেট করার ষড়যন্ত্রও হতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ ।
এনআইএ-র সন্দেহ, মৃত মুবিন জাহরান হাশিম নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিল। জাহরান হাশিম ইস্টারে শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণের মূল পরিকল্পনাকারী। বলা হচ্ছে, তামিলনাড়ু তৌহিদ জামায়াতের আজহারউদ্দিন নামে এক সন্ত্রাসবাদীর মাধ্যমে সন্ত্রাসবাদী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়েছিলেন মুবিন জাহরান। কেরালা এবং তামিলনাড়ুতে যুবকদের কট্টরপন্থীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য আজহারউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছিল ।
কোয়েম্বাটুরে কোট্টাই ইশ্বরম মন্দিরের সামনে বিস্ফোরণের ঘটনায় সিসিটিভি ফুটেজের ভিত্তিতে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে,বিস্ফোরণের ঘটনার একদিন আগে ওই সমস্ত সন্ত্রাসবাদীরা মিলে এলাকা রেইকি করেছিল । যারা রেইকি করেছিল সেই দলে মৃত মুবীনকেও দেখা গেছে । তারা সবাই মুবিনের বাড়ির কাছে জড়ো হয়েছিল ।
তামিলনাড়ু পুলিশের ডিজিপি কেসি শৈলেন্দ্র বাবুর মতে,কম তীব্রতার পটাশিয়াম নাইট্রেট জাতীয় বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল । এদিকে ঘটনার ৩৬ ঘণ্টা পরেও এখনও পর্যন্ত মুখ খোলেননি মুখ্যমন্ত্রী স্ট্যালিন । মুখ্যমন্ত্রীর নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি । অন্যদিকে এআইএডিএমকে সাধারণ সম্পাদক এবং তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা কে পালানিস্বামী ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন ।।