এইদিন ওয়েবডেস্ক,নদিয়া,০৫ ডিসেম্বর : বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অমানবিক নির্যাতনের মাঝেই বুধবার রাতে একজন নাবালকসহ ৫ বাংলাদেশি মুসলিম পাকড়াও করেছে নদীয়া জেলার রানাঘাটের ধানতলা ও হাঁসখালি থানার পুলিশ । তার মধ্যে হাঁসখালি থানার পুলিশ পিন্টু শেখ ও মহম্মদ ইমরান নামে ওই দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে । এক নাবালকসহ সাহেব শেখ ও মহম্মদ মহবুল শেখ নামে ৩ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে ধানতলা থানার পুলিশ । আজ বৃহস্পতিবার ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হয় ।
জানা গেছে,ধৃতদের জেরা করে মানব পাচারের একটি স্থানীয় চক্রের হদিশ পেয়েছে । সেই চক্রের মাধ্যমেই বিগত কিছু সময় ধরে বাংলাদেশিদের এদেশে এসেছিল । ইতিমধ্যে একাধিক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে নদীয়া জেলা পুলিশ । নদীয়া জেলায় ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় সক্রিয় রয়েছে ওই চক্রটি । ধৃতদের জেরা করে পুলিশ একজন ভারতীয় দালালের নামও জানতে পেরেছে বলে জানা গেছে । পুলিশ তাকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে৷।