দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),০৭ মে : শনিবার সন্ধ্যায় ওড়গ্রাম জঙ্গল মহল এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ ৫ জনকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম রবিউল মিঞা, প্রসেনজিৎ বর্মন, তপু চৌধুরী, সঞ্জীব সিং এবং সব্যসাচী চৌধুরী । ধৃতদের মধ্যে রবিউল ও প্রসেনজিৎ কুচবিহার জেলার শীতলকুচি,সব্যসাচী ভাতার থানার বলগোনা এবং বাকি দু:জন বর্ধমান শহরের রাজাবাগান এলাকার বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ । ভাতার থানার ওসি অরুন কুমার সোম জানিয়েছেন, দুটি চারচাকা গাড়ি থেকে মোট ২১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে । গাড়ি দুটি আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি । প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে কুচবিহার থেকে ওই গাঁজা এনে বর্ধমানে বিক্রি করার মতলব করেছিল গাঁজা পাচারকারী ওই দলটি ।
পুলিশ সূত্রে খবর,শনিবার সন্ধ্যায় ৫ জনের ওই দলটি একটি বলেরো গাড়ি ও একটি সুইফট ডিজায়ার গাড়িতে চড়ে ওড়গ্রাম জঙ্গলে আসে । সেখানেই ওই বিপুল পরিমান গাঁজা খরিদ্দারদের হস্তান্তর করার কথা ছিল তাদের । কিন্তু দলটির পরিকল্পনার কথা গোপন সূত্র থেকে জানতে পেরে যায় ভাতার থানার পুলিশ । এরপর পুলিশের একটি দল সেখানে হানা দিলে গাঁজার কারবারিরা গাড়ি দুটিতে চড়ে পালানোর চেষ্টা করে । কিন্তু পুলিশ তাদের পিছু ধাওয়া করে ধরে ফেলে । তারপর পুলিশ গাড়ি দুটিতে তল্লাশি চালাতেই তিনটি প্লাসটিকের ব্যাগভর্তি মোট ২১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার হয় । রবিবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয় । পুলিশের আবেদনের ভিত্তিতে রবিউল মিঞা ও তপু চৌধুরীর পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন বিচারক । ধৃতদের জেরা করে এই চক্রে আর কেউ যুক্ত আছে কিনা তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।।