এইদিন ওয়েবডেস্ক,উত্তরপ্রদেশ,১৭ অক্টোবর : উত্তরপ্রদেশের বাহরাইচে দুর্গাপ্রতিমার নিরঞ্জনের সময় সাম্প্রদায়িক হিংসা ছড়ানো মামলার কড়া পদক্ষেপ নিয়েছেন যোগী আদিত্যনাথ । প্রধান দুই অভিযুক্তকে এনকাউন্টার করেছে ইউপি পুলিশ । অভিযুক্ত দুজনই নেপালে পালানোর মতলব করেছিল বলে জানা গেছে । ঘটনার দিন থেকেই অভিযুক্ত দুজনকেই খুঁজছিল পুলিশ। যাইহোক, আজ বৃহস্পতিবার পুলিশ উভয় অভিযুক্তের অবস্থান খুঁজে পায় । আসামিদের নাম মহম্মদ সরফরাজ ওরফে রিংকু এবং মোহাম্মদ তালিব ওরফে ফাহিম। আসামিরা দুজনই আবদুল হামিদের ছেলে। নেপাল সীমান্তের কাছে হান্দা বাশেহরি খালের কাছে পুলিশ উভয় অভিযুক্তের মুখোমুখি হয় বলেও খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধ দুই আসামিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন,একজনের ডান পায়ে এবং অন্যজনের বাম পায়ে গুলি লেগেছে । পায়ের ভেতর গুলি আটকে গেছে। তাদেরকে জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। উভয়ই ভালো অবস্থায় আছে বলে জানিয়েছেন তিনি৷
উল্লেখ্য, বাহরাইচের হারদি থানা এলাকার রেহুয়া মনসুর গ্রামের বাসিন্দা রামগোপাল মিশ্র রবিবার সন্ধ্যা ছয়টা নাগাদ দুর্গা প্রতিমা শোভাযাত্রায় যোগ দেন। যাত্রা মহারাজগঞ্জ বাজার দিয়ে যাওয়ার সময় স্থানীয় মুসলিমরা ধর্মীয় সঙ্গীত বাজানো নিয়ে আপত্তি করে এবং তাদের নিষেধ না মানলে দুর্গাপ্রতিমায় পাথরবাজি শুরু করে । ছাদ থেকেও শোভাযাত্রার অংশগ্রহনকারীদের লক্ষ্য করেপাথর ছোঁড়া হয়েছিল । সেই সময় গুলিও চালানো হয়। গুলিবিদ্ধ হয় রামগোপাল মিশ্র নামে এক যুবক। পরে হাসপাতালে তার মৃত্যু হয় । রামগোপাল মিশ্রকে গুলি চালিয়ে প্রাণে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ছিল সরফরাজ ওরফে রিংকু ও ফাহিম। এই ঘটনার কিছু ভিডিওও সামনে এসেছে, যাতে আবদুল হামিদের ছাদে চার থেকে পাঁচজনকে দেখা যায়। এই ছাদেই রামগোপালকে গুলি করে হত্যা করা হয় ।
এদিকে এনকাউন্টারের ঘটনার পর আবদুল হামিদের মেয়ে রুখসারের বক্তব্য সামনে এসেছে। তিনি বলেছেন, গতকাল বিকেল চারটার দিকে আমার বাবা আবদুল হামিদ, আমার দুই ভাই সরফরাজ ও ফাহিম এবং আরেক যুবককে উত্তরপ্রদেশের এসটিএফ নিয়ে যায় । আমার স্বামী এবং আমার শ্যালককেও নিয়ে খাওয়া হয়েছে। আমাদের পরিবার থানা থেকে তাদের সম্পর্কে কোনো তথ্য পায়নি। আমরা আশঙ্কা করছি, এনকাউন্টারে তারা নিহত হয়ে থাকতে পারে।
যদিও এডিজি আইন শৃঙ্খলা অমিতাভ যশ বলেছেন, ‘বর্তমানে এনকাউন্টারে কোনও প্রাণহানির তথ্য নেই, তবে পুলিশ পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং এনকাউন্টারে দুজন গুলিবিদ্ধ হয়েছেন।’ জানা গেছে,বর্তমানে এই বিষয়ে পুলিশ সদর দপ্তরে দফায় দফায় বৈঠক শুরু হয়েছে। বৈঠকে এডিজি আইনশৃঙ্খলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।।