দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৫ মার্চ : তিন পৃথক ঘটনায় অস্ত্রসহ ৫ দুষ্কৃতীকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম রাহুল শেখ,নওসাদ শেখ, হাসিবুল শেখ,বুলেট হাজরা ও মিঠুন শেখ । ধৃতদের মধ্যে প্রথম দু’জনের বাড়ি কেতুগ্রাম থানার মূলগ্রাম এলাকায়। তৃতীয়জনের কাটোয়ার কেশিয়া মাঠপাড়া এলাকায় বাসিন্দা । বাকি দু’জনের বাড়ি যথাক্রমে কাটোয়া থানার কোশিগ্রাম ও গাঙ্গুলিডাঙ্গা এলাকায় ৷ ধৃতদের কাছ থেকে চারটি দেশি পিস্তল ও কার্তুজ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ । শুক্রবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে রাহুল শেখ,নওসাদ শেখ ও হাসিবুল শেখকে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয় । বুলেট হাজরাকে ৫ দিন পুলিস হেফাজত এবং মিঠুন শেখকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক ।
পুলিশ সুত্রে জানা গেছে,বৃহস্পতিবার রাতে বড়ডাঙ্গা-কৈচর সড়ক পথে কাঁটারিয়া গ্রামের কাছে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল রাহুল শেখ,নওসাদ শেখ ও হাসিবুল শেখ । খবর পেয়ে সেখানে হানা দিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে৷ রাহুল ও হান্সবুলের কাছ থেকে দুটি গুলি সমেত দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় । অন্যদিকে এসটিকেকে রোডের দাঁইহাট গোপখাঁজির মোড় থেকে একটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয় বুলেট হাজরাকে । পুলিশের দাবি,সে বেআইনি অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত । পঞ্চম জন মিঠুন শেখকে গ্রেফতার করা হয় শুক্রবার ভোর রাতে কাটোয়া-বর্ধমান রোডের সিরিষতলা এলাকা থেকে । তার কাছ থেকেও একটি গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।।