শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),০৭ আগস্ট : নাইট কার্ফু ভেঙে ঘোরাঘুরি করার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । পুলিশ জানায় ধৃতদের নাম, সেখ হাপিজুল, শেখ হাসান, শেখ মনিরুল হক, শেখ রহিম ও শেখ খায়রুল৷। ধৃতদের প্রত্যেকের বাড়ি ভাতার থানার পাটনা গ্রামে । শুক্রবার রাতে বলগোনা বাজার এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ । ধৃতদের বিরুদ্ধে আইপিসির ডিজাস্টার ম্যানেজমেন্ট এক্টে মামলা রজু করে শনিবার বর্ধমান আদালতে পাঠানো হয় ।
করোনার তৃতীয় ঢেউ রুখতে রাজ্য সরকার নাইট কারফিউ জারি করেছে । রাত্রি ৯ টা থেকে পরের দিন ভোর ৫ টা পর্যন্ত কার্যকর রয়েছে এই কার্ফু । পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এনিয়ে বারবার সচেতনতামূলক প্রচার চালাচ্ছে । তবুও হুঁশ ফেরেনি একশ্রেণীর মানুষের । জারি হওয়া বিধি নিষেধকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে তাঁরা অবাদে বিচরণ করছে বলে অভিযোগ ।
পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে বর্ধমান-কাটোয়া রাজ্য সড়ক পথে রুটিন টহলদারি চালাচ্ছিল ভাতার থানার পুলিশের একটি টহলদারি ভ্যান । ভ্যানটি বলগোনা বাজারে এলে ওই ৫ জনকে ঘোরাঘুরি করতে দেখা যায় । পুলিশ তাঁদের কাছে গিয়ে ঘোরাঘুরি করার কারন জিজ্ঞাসা করে । কিন্তু তাঁরা কোনও সদুত্তর দিতে পারেননি । তখন তাদের কার্ফু অমান্য করার অভিযোগে গ্রেফতার করে পুলিশ ।
ব পূর্ব বর্ধমান জেলার ডিএসপি ডিআইবি বীরেন্দ্র কুমার পাঠক সাধারন মানুষের উদ্দেশ্যে বার্তা দেন, ‘আপনাদের কারোর কথা ভাবতে হবে না । শুধু নিজের ও নিজের পরিবারের কথা ভাবুন । স্বাস্থ্য বিধি মেনে চলুন ।’ পাশাপাশি তিনি জানান, যতদিন সরকারি নির্দেশ থাকবে ততদিন ধরপাকড় অভিযান চলবে । তাই রাত্রি ৯ টা থেকে পরের দিন সকাল ৫ টা পর্যন্ত অকারন বাইরে ঘোরাঘুরি না করার জন্য তিনি আবেদন জানান ।।