প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৮ আগষ্ট. : পুলিশে উপর হামলা চালানোর অভিযোগে গ্রেপ্তার হল ৫ ব্যক্তি । ধৃতদের নাম উজ্জ্বল কাঁড়ি, সঞ্জিৎ খাঁ, রণজিৎ খাঁ, বরুণ সাঁতরা ও অসীম সাঁতরা। ধৃতরা সকলেই পূর্ব বর্ধমানের রায়না থানার হিজলনার বাসিন্দা । রায়না থানার পুলিশ শনিবার ওই এলাকা থেকেই তাদের গ্রেপ্তার করে । এলাকা থেকে পাওয়া ৬টি লাঠি, রামদা, লোহার রড ও তিনটি বাইক পুলিশ বাজেয়াপ্ত করেছে । স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ রবিবার ধৃতদের পেশ করে বর্ধমান আদালতে । ভারপ্রাপ্ত সিজেএম ধৃতদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে আগামী বুধবার ফের আদালতে পেশের নির্দেশ দিয়েছেন ।
পুলিশ জানিয়েছে,হিজলনা নিবাসী উজ্জ্বলের পরিবারের সঙ্গে বরুণদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে অশান্তি চলছে।শনিবার সকালেও দুই পরিবারের মধ্যে অশান্তি বাধে। ওই দিন উজ্জ্বলরা গ্রামের রাস্তা ধরে যখন বাড়ি ফিরছিল তখন বরুণ, অসীম সহ কয়েকজন তাদের মারধর করে। পাল্টা মার দেয় উজ্জ্বলরাও। তা নিয়ে দু’পক্ষের মধ্যে বড়সড় মারপিট বেধে যায়। খবর পেয়ে রায়না থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।তখনই পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়া হয়। ইটের আঘাতে কনস্টেবল সঞ্জয় ঘোষ ও এনভিএফ নাসিরুল হক জখম হন। রায়নার মহেশবাটি স্বাস্থ্যকেন্দ্রে তাঁদের চিকিৎসা করানো হয়। পরে রায়না থানা থেকে আরও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ পাঁচ জনকে গ্রেপ্তার করে ।।