এইদিন ওয়েবডেস্ক,আঙ্কারা,১১ নভেম্বর : তুরস্কে ৫ আফগান অভিবাসীকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হল । রাজধানী শহর আঙ্কারার শরণার্থী শিবিরের একটি বাড়ি থেকে বৃহস্পতিবার ওই ৫ জনের পচাগলা দেহ উদ্ধার করে তুর্কি পুলিশ । প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে ওই ব্যক্তিদের ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কোপানো হয়েছিল । যার জেরেই মৃত্যু হয়েছে তাদের । সম্ভবত এক সপ্তাহ আগে এই ব্যক্তিদের হত্যা করা হয়েছে বলে পুলিশের অনুমান ।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে,সপ্তাহ খানেক ধরে নিহত ৫ জনের কোনো হদিশ পাচ্ছিল না পরিবারের লোকজন । বিষয়টি তারা ফোন করে পুলিশকে জানায় । তখন পুলিশ গিয়ে আঙ্কারা শহরে শরণার্থী শিবিরে গিয়ে ৫ জনের পচাগলা দেহ দেখতে পায় । তুর্কি পুলিশ কর্মকর্তারা এই পাঁচ জনের পরিচয় এবং তাদের হত্যার সঠিক সময় সম্পর্কে বিশদ বিবরণ না দিয়ে বলেছেন যে মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য ফরেনসিক মেডিসিনে স্থানান্তর করা হয়েছে এবং এই ঘটনার বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে ।
প্রসঙ্গত,আঙ্কারা শহরের উপকন্ঠে বিপুল সংখ্যক আফগান ও সিরীয় শরণার্থী বসবাস করে । এদিকে তুরস্কের বেহাল অর্থনৈতিক অবস্থার কারনে দ্রব্যমূল্য বৃদ্ধি চরম আকার ধারণ করেছে । ফলে সংসার চালাতে গিয়ে নাজেহাল অবস্থা সাধারণ তুর্কি নাগরিকদের । আর এর ফলে যত রোষ গিয়ে পড়েছে আফগান ও সিরীয় অভিবাসীদের উপর । যার জেরেই এই গনহত্যা বলে মনে করা হচ্ছে ।।