এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,২৮ ফেব্রুয়ারী : নেপালের কাঠমান্ডুতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.৫। নেপালের পূর্ব ও মধ্যাঞ্চলের মানুষ ভূমিকম্পের সম্মুখীন হয়েছেন। ভারত, চীন এবং তিব্বতের কিছু অংশেও ভূমিকম্প অনুভূত হয়েছে । তীব্র কম্পন অনুভুত হল উত্তরবঙ্গেও । ভূমিকম্প অনুভূত হয়েছে চিনেও। প্রতিবেশী রাজ্য বিহারেও কম্পন অনুভূত হয়। বেশ কিছুক্ষণ ধরে কম্পন অনুভূত হওয়ায় গভীর রাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের কেন্দ্রস্থল মধ্য নেপালের হিমালয় অঞ্চলের সিন্ধুপাল চক জেলার ভৈরব কুণ্ডে বলে জানা গেছে।
জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সিন্ধুপাল চক জেলার ভৈরব কুণ্ডে এবং ভূমিকম্পটি স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ২.৫১ মিনিটে অনুভূত হয়।প্রতিবেদনে বলা হয়েছে যে ভূমিকম্পের ফলে কোনও হতাহত বা গুরুতর ক্ষয়ক্ষতি হয়নি। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যেহেতু নেপাল একটি অত্যন্ত ভূমিকম্পপ্রবণ অঞ্চল, তাই কর্তৃপক্ষ জনগণকে সতর্ক থাকার এবং আফটারশকের জন্য সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। ভূমিকম্পের পর ছোট ছোট আফটারশকের জন্যও জনগণকে প্রস্তুত থাকতে সতর্ক করা হয়েছে।
বৃহস্পতিবার সকালেই আসামের মরিগাঁও জেলায় ৫.০ মাত্রার ভূমিকম্প আঘাত হানে । রাজধানী গুয়াহাটি এবং রাজ্যের অন্যান্য অংশেও কম্পন অনুভূত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পটি ১৬ কিলোমিটার গভীরে ছিল এবং ভোর ২:২৫ মিনিটের দিকে এটি অনুভূত হয়েছিল ।।