এইদিন ওয়েবডেস্ক,বেইজিং,০৬ সেপ্টেম্বর : সোমবার বিকেলে দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের লুডিং কাউন্টিতে ভূমিকম্পে এযাবৎ ৪৬ জনের মৃত্যু হয়েছে । আহত ৫০ জন এবং নিখোঁজ রয়েছে ১৬ জন । রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮ । ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল লুডিং কাউন্টি । কম্পন এতটাই শক্তিশালী ছিল যে কয়েক সেকেন্ডের মধ্যে সবকিছু তছনছ হয়ে যায় ।আবাসিক এলাকায় ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ চাপা পড়ে আছে । ফলে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে । এছাড়া চেংডু এবং নিকটবর্তী শহর মিয়ানয়াং এবং মিশানেও গুরুতর কম্পন অনুভুত হয় । যেখানে ভবনগুলিতে ফাটল দেখা দিয়েছে। প্রতিবেশী চংকিং পৌরসভা এবং তিনটি অন্যান্য প্রদেশ – ইউনান, শানসি এবং গুইঝো -ও ভূমিকম্পে প্রবলভাবে কেঁপে ওঠে ।
উদ্ধার কাজের জন্য সিচুয়ানে সাড়ে ছয় হাজারেরও বেশি উদ্ধারকারী দল, ফায়ার ব্রিগেডের ১১০০ টি দল, চারটি হেলিকপ্টার এবং দুটি ড্রোন মোতায়েন করা হয়েছে । গঞ্জি ও ইয়ান-এ আটকে পড়া ৫০ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া । চীনের অর্থ এবং জরুরী ব্যবস্থাপনা মন্ত্রণালয় উদ্ধার ও ত্রাণ কাজের জন্য ৫০ মিলিয়ন ইউয়ান আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে । প্রাদেশিক সরকারও গাঞ্জির জন্য ৫০ মিলিয়ন ইউয়ান বরাদ্দ করেছে ।
জানা গেছে,সোমবার দুপুর ১টার দিকে সিচুয়ানের লুডিং কাউন্টির একটি পাহাড়ি এলাকায় ভূমিকম্প প্রথম আঘাত হানে । এরপর ৩ ঘণ্টা ধরে অনেক আফটারশক অনুভূত হয় । রিপোর্ট অনুযায়ী, প্রায় ৩,৫০,০০০ জন বাসিন্দা প্রভাবিত হয়েছে। সোমবারের ভূমিকম্পের কারনে জল ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে ।
এর আগে ২০০৮ সালে চীনের সিচুয়ান প্রদেশে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটেছিল । ভূকম্পনের তীব্রতা ছিল ৮.২। এই ভূকম্পনে ১৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়ে । আহত হয়েছিল আরও কয়েক হাজার মানুষ ।।