এইদিন ওয়েবডেস্ক,ব্রাজিল,০৪ আগস্ট : ব্রাজিলে মাদক কারবারি ও সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে পুলিশি অভিযানে অন্তত ৪৪ জন নিহত হয়েছে । ব্রাজিলের রিও ডি জেনিরো এলাকায় শুধুমাত্র বুধবারের অভিযানে দুই মাদক মাফিয়াসহ নয়জন নিহত হয়েছে বলে খবর । ব্রাজিলের পুলিশ জানিয়েছে, এছাড়া সাও পাওলো রাজ্যে ১৬ জন এবং বাহিয়া রাজ্যে ১৯ জন মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে ।আহত হয়েছে দুই পুলিশকর্মী সহ ৪ জন । পুলিশের বিবৃতিতে বলা হয়েছে,গোয়েন্দা সূত্রে মাদক কারবারিদের উপস্থিতির খবর পেয়ে পুলিশ অভিযান চালায় । পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সশস্ত্র ব্যক্তিরা পুলিশ বাহিনীর উপর আক্রমণ করে এবং সংঘর্ষ শুরু হয় ।
গত শুক্রবার টহলদারির সময় ব্রাজিলের বিশেষ বাহিনীর এক কর্মকর্তাকে গুলি করে হত্যা করার পর অপরাধ বিরোধী এই অভিযান শুরু হয় । তবে ব্রাজিল সরকার বিরোধীরা এই অভিযানকে গণহত্যা বলে অভিহিত করেছেন এবং প্রতিবাদ আন্দোলনের ডাক দিয়েছেন । রিও রাজ্যের বিধায়ক দানি মন্টিরো এই অভিযানকে শহরের ইতিহাসে দ্বিতীয় মারাত্মক পুলিশ অভিযান বলে অভিহিত করেছেন । প্রসঙ্গত, গত বছর ব্রাজিলের পুলিশের হাতে প্রায় ৬,৪২৯ জন মাদক কারবারি নিহত হয়েছিল ।।