এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৭ ফেব্রুয়ারী : গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডির আধিকারিকদের । তারপর থেকেই ইডির হাতে গ্রেফতার হওয়ার ভয়ে চম্পট দেয় উত্তর ২৪ পরগণা জেলার সন্দেশখালির ‘ত্রাস’ শাহাজান শেখ । তার বাংলাদেশে পালিয়ে যাওয়া নিয়ে চলছিল জল্পনা । কিন্তু সেই জল্পনায় জল ঢেলে দিয়ে আইনজীবীর মারফত রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। যদিও আদালত তাকে রক্ষাকবচ দেয়নি আদালত । ফের একবার আগাম জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হলেন শাহজাহান । বারাসত আদালতে শাহজাহানের ওই আবেদনের শুনানি হবে আগামী ২৬ ফেব্রুয়ারী । বারবার জামনের জন্য আবেদনের পর এটা প্রমাণিত যে শেখ শাহজাহান এরাজ্যেই আত্মগোপন করে আছেন। এর আগে রাজ্য পুলিশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে বিস্তর অভিযোগ করেছিল ইডি । রাজ্য পুলিশের বিরুদ্ধে শাহজাহানকে বাঁচানোর চেষ্টার পর্যন্ত অভিযোগ উঠেছে ।
এদিকে শেখ শাহজাহান ও তার দুই সাগরেদ উত্তম সরদার ও শিবু হাজরার বিরুদ্ধে উঠছে বিস্তর অভিযোগ । সন্দেশখালির মহিলারা প্রকাশ্যে এসে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে রাতে পার্টি অফিসে ডেকে যৌন নিগ্রহের অভিযোগ তুলছেন । পাশাপাশি সাধারণ মানুষের জমিজায়গা জবরদখল বা নামমাত্র মূল্যে বিক্রি করতে বাধ্য করার অভিযোগ উঠছে । এখনো মানুষ আতঙ্কে আছে যে শেখ শাহজাহানের বিরুদ্ধে মুখ খোলার জন্য তাদের উপর যেকোনো সময় হামলা চালানো হতে পারে ।।