দিব্যেন্দু রায়,বর্ধমান,২৮ জুলাই : ফের অসাধারণ পারফরম্যান্স দিয়ে চমকে দিলেন বর্ধমান শহরের দ্য ‘মার্শাল আর্টস একাডেমি সেইসিনকাই’-এর প্রধান কোচ রেনসি দেবাশীষ কুমার মন্ডলের শিক্ষার্থীরা । দেবাশীষবাবুর একাডেমির ৪৩ জন ক্যারাটেকা অংশগ্রহণ করে মোট ৫১ টি পদক এনে দিয়েছে বর্ধমানকে । তার মধ্যে ৭টি সোনা, ১২টি রুপো এবং ৩২ টি ব্রোঞ্জ পদক রয়েছে ।

গত ২৫ থেকে ২৭ জুলাই, কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল “নবম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ – ইন্ডিয়ান চ্যালেঞ্জর্স কাপ ২০২৫” । প্রতিযোগিতার পরিচালনায় ছিল অল ইন্ডিয়া সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে-ডো ফেডারেশন এবং তত্ত্বাবধান করেন ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি হানসি প্রেমজিত সেন । ভারতের বিভিন্ন রাজ্য, ইন্ডিয়ান আর্মি, সার্ভিসেস ও আসাম রাইফেলসের সেরা খেলোয়াড়দের পাশাপাশি নেপাল ও মালয়েশিয়া মিলে মোট প্রায় ৭০০০ প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন । তার মধ্যে দ্য মার্শাল আর্টস একাডেমি সেইসিনকাই বর্ধমানের ৪৩ জন ক্যারাটেকা অংশগ্রহণ করেন । তারা নিয়ে আসে ৫১ টি পদক । তার মধ্যে অয়ন্তিকা সাহা দুটি স্বর্ণপদক এবং সম্বুদ্ধা বাগচি, বৈদ্যুতি মন্ডল, শ্রেয়শী ঘোষ, ইশানি গুপ্তা ও অর্পা সিং একটি করে স্বর্ণপদক জয়লাভ করেছেন । এছাড়া, অয়ন কুন্ডু টিম কুমিতে ইভেন্টে ব্রোঞ্জ পদক জয়লাভ করেছেন । দেবাশীষবাবু বলেন,’আমার একাডেমির শিক্ষার্থীদের এই সাফল্যে খুব আনন্দিত এবং গর্বিত।’।