এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১৭ নভেম্বর : সৌদি আরবে হজে গিয়ে যাত্রীবাহী বাস ও ডিজেল ট্যাঙ্কারে সংঘর্ষে অন্তত ৪২ জন ভারতীয়ের জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে । নিহতদের মধ্যে ২০ জন নারী এবং ১১ জন শিশু রয়েছে বলে জানা গেছে । দুর্ঘটনাটি ঘটেছে আজ সোমবার মদিনা থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে মুফরিহাতে ভারতীয় সময় রাত ১.৩০ মিনিট নাগাদ । মৃতরা প্রত্যেকেই তেলেঙ্গানার হায়দ্রাবাদের বাসিন্দা । যদিও হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে,তেলেঙ্গানার তথ্য প্রযুক্তি মন্ত্রী ডি শ্রীধর বাবু জানিয়েছেন, প্রাথমিক তথ্য থেকে জানা যাচ্ছে যে সৌদি বাস দুর্ঘটনায় নিহতদের মধ্যে কমপক্ষে ১৬ জন হায়দ্রাবাদের বাসিন্দা। তিনি আরও জানান যে, তারা সকলেই মাল্লেপল্লির বাজারঘাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে এবং কর্মকর্তারা এখনও নিহতদের পরিচয় যাচাই করছেন।
জানা গেছে,গত ৯ নভেম্বর হায়দ্রাবাদ থেকে মক্কায় ওমরাহ করে মদিনায় ফিরছিল দলটি। তারা নামপল্লীর আল মীনা এবং আল মক্কা ট্রাভেলসের একটি বাসে চড়ে যাচ্ছিল । বাসটিতে অন্তত ৪৩ জন যাত্রী ছিলেন এবং মাত্র একজন বেঁচে আছেন বলে মনে করা হচ্ছে। ঘটনার বিবরণে জানা গেছে, বাসটি মক্কা-মদিনা মহাসড়ক ধরে যাওয়ার সময় ভোর রাত ১:৩০ টার দিকে মদিনা থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে মুফরিহাটের কাছে আসতেই বিপরীত দিক থেকে আসা একটি ডিজেল ট্যাঙ্কারের সাথে সংঘর্ষ হয় । সংঘর্ষের সাথে সাথেই দুটি গাড়িতেই আগুন ধরে যায় । যাত্রীরা তখন ঘুমন্ত অবস্থায় থাকায় প্রাণ বাঁচানোর সুযোগ পর্যন্ত পায়নি । পরে দমকল এসে আগুন নেভায় এবং মাত্র একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে ।
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে মদিনায় ভারতীয় নাগরিকদের দুর্ঘটনায় তিনি “গভীরভাবে মর্মাহত”, তিনি আরও বলেন যে রিয়াধে ভারতীয় দূতাবাস এবং জেদ্দায় কনস্যুলেট ক্ষতিগ্রস্তদের এবং তাদের পরিবারকে “সম্পূর্ণ সহায়তা” প্রদান করছে। তিনি “শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা” জানিয়েছেন এবং “আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন”।।

