এইদিন ওয়েবডেস্ক,উত্তরকাশী,২৮ নভেম্বর : উত্তরকাশী টানেলের ধ্বসে দীর্ঘ ১৬ দিন ধরে আটকে থাকা ৪১ জন শ্রমিককে অবশেষে জীবিত উদ্ধার করা হল । আজ মঙ্গলবার সকালে টানেল থেকে প্রথমে ১৫ জন শ্রমিককে উদ্ধার করা হয় । চিকিৎসকদের দল শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করছে এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি কে সিং এবং মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী উদ্ধার হওয়া শ্রমিকদের সাথে কথা বলছেন ।
উত্তরকাশীর সিল্কিয়ারা টানেল খননের সময় গত ১২ নভেম্বর সুড়ঙ্গের একটি অংশ ধসে পড়ে এবং ভিতরে ৪১ জন শ্রমিক আটকে পড়ে । মেশিনের সাহায্যে প্রায় ৬০ মিটার খনন করে ধাতব পাইপ বসানো হয় । কিন্তু তারপর আর মেশিনের সাহায্যে কাজ খনন করা সম্ভব হয়নি । অবশেষে অসাধ্য সাধন করেন ভারতীয় সেনাবাহিনী । ধ্বসের ৩ মিটার ধ্বংসস্তূপ ভেঙ্গে ইঁদুর-গর্ত খনন (rat-hole mining) কৌশল ব্যবহার করে শ্রমিকদের কাছে পৌঁছে যায় ভারতের বীর জওয়ানরা । শেষ পর্যন্ত আটকে পড়া সকল শ্রমিককে একে একে নিরাপদে বাইরে বের করে আনা হয় ।
এদিকে আগে থেকেই ঋষিকেশ এইমসের ট্রমা সেন্টারসহ ৪১ শয্যার একটি ওয়ার্ড প্রস্তুত করে রেখে দেওয়া হয়েছে । ট্রমা সার্জনসহ কার্ডিয়াক ও সাইকিয়াট্রিক বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল প্রস্তুত রাখা হয়েছে । ঋষিকেশ এইমসের হেলিপ্যাডে একসঙ্গে তিনটি হেলিকপ্টার রাখা হয়েছে । ওই হেলিকপ্টারব গুরুতর অবস্থায় শ্রমিকদের ঋষিকেশ এইমসে নিয়ে যাওয়া হয় ।
সোমবার দেশবাসীকে ৪১ শ্রমিকের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করার জন্য আহ্বান জানিয়ে পিএমওর ‘এক্স’ হ্যান্ডেলে লেখা হয়,’আজ, যখন আমরা দেব-দেবীদের কাছে প্রার্থনা করছি এবং মানবতার কল্যাণের কথা বলছি, তখন আমাদের সেই শ্রমিক ভাইদেরও আমাদের প্রার্থনায় স্থান দিতে হবে যারা গত দুই সপ্তাহ ধরে উত্তরাখণ্ডের একটি টানেলে আটকে আছে ।’ আরও লেখা হয়, ‘সরকার ও সকল সংস্থা মিলে তাদের এই সংকট থেকে বের করে আনতে কোন কসরত রাখছে না।তবে আমাদের এই ত্রাণ ও উদ্ধার অভিযান অত্যন্ত সতর্কতার সাথে সম্পন্ন করতে হবে।’।