এইদিন ওয়েবডেস্ক,বুরকিনা ফাসো (নাইজেরিয়া) ,১৭ মে : নাইজেরিয়ার তিনটি গ্রামে ইসলামি সন্ত্রাসবাদী গোষ্ঠীর হামলায় অন্তত ৪১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন । বৃহস্পতিবার সন্ধ্যায় নাইজেরিয়ার মালভূমি রাজ্য মাউহাউনের অন্তর্গত ইউলোউসহ ওই গ্রামগুলিতে হামলার ঘটনাগুলি ঘটেছে । নিহতদের মধ্যে অনেক মহিলা ও শিশুও রয়েছে । নাইজেরিয়ার অন্যতম পুলিশ কর্মকর্তাদের এফ্রাইম সারিম বলেছেন, সন্ত্রাসীরা এই সমস্ত গ্রামের ৭ টি আবাসিক বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং গুলি চালায় । যার ফলে জীবন্ত দগ্ধ বা গুলিবিদ্ধ হয়ে ৪১ জনের মৃত্যু হয় । তবে এখনো পর্যন্ত কোনো ইসলামি চরমপন্থী সংগঠন ওই হামলার দায় স্বীকার করেনি । স্থানীয় সূত্রে জানা গেছে, হামলাকারীরা মোটরসাইকেলে চড়ে এসেছিল এবং তাদের কাছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ছিল । হামলাকারীরা বাড়িতে আগুন ধরানোর পর নির্বিচারে গুলি চালায় । ফলে ওই পরিবারগুলির কেউই প্রাণ বাঁচাতে সক্ষম হয়নি ।
নাইজেরিয়া পশ্চিম আফ্রিকার অন্তর্গত একটি দেশ । যেখানে ২২০ মিলিয়নেরও বেশি জনসংখ্যা রয়েছে । মূলত ইসলাম ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের বসবাস এই দেশে । বছরের পর বছর ধরে দেশটি ইসলামি সন্ত্রাসবাদের শিকার । এর আগে গত ২৮ এপ্রিল বুরকিনা ফাসোতে সেনাবাহিনীর একটি ইউনিটে হামলা হয় । এতে ৩৩ জন জওয়ান প্রাণ হারান এবং আরও ১২ জন আহত হয় । পরিসংখ্যান অনুযায়ী নাইজেরিয়ার ইসলামি সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি ২০২১ সালে ২,৬০০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে, যা ২০২০ সালের তুলনায় ২৫০ শতাংশ বেশি । ওই সমস্ত সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির মোকাবেলায় নাইজেরিয়া সরকারের দুর্বলতার কারণে, আফ্রিকার এই দেশটি নাইজেরিয়ার বিভিন্ন অঞ্চলে ক্রমবর্ধমান নাশকতা প্রত্যক্ষ করছে । রিপোর্ট অনুযায়ী,গত আট বছরে সন্ত্রাসের ঘটনা বেড়েছে এবং হাজার হাজার মানুষ নিহত হওয়ার পাশাপাশি ২,০০,০০০ -এর বেশি গ্রামবাসী বাস্তুচ্যুত হয়েছে ।।