এইদিন ওয়েবডেস্ক,কায়রো(মিশর),১৪ আগস্ট : মিশরের রাজধানী কায়রোর একটি ঘনবসতিপূর্ণ পাড়ায় একটি গির্জায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪১ জন শ্রদ্ধালুর মৃত্যু হয়েছে । আহত হয়েছেন আরও ৫৫ জন । ঘটনাটি ঘটেছে গিজা শহরের ইমবাবার শ্রমজীবী পাড়ায় আবু শিফিন গির্জায় (Abu Sefein church) । জানা গেছে,এদিন রবিবার হওয়ায় হাজার পাঁচেক মানুষ প্রার্থনার জন্য গির্জায় এসেছিলেন । প্রার্থনা চলার সময় সকাল প্রায় ৯ টা নাগাদ চার্চের দু’তলায় এয়ার কুলারে শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়ে । দ্রুত গোটা ঘর গ্রাস করে নেয় ধোঁয়া আর আগুনের লেলিহান শিখা । প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু হয় । সেই সময় বহু মানুষ নিচে পড়ে গিয়ে পদদলিত হন । তাঁদের মধ্যে ৩৫ জন জীবন্ত দগ্ধ বা ধোঁয়ায় দম বন্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান । প্রায় ৫৫ জন আহত হন । আহতদের ৩০ টি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি (Abdel-Fattah El-Sisi) । তিনি ফেসবুকে জানিয়েছেন প্রশাসনকে জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন ।।