এইদিন ওয়েবডেস্ক,সৌদি আরব,০১ এপ্রিল : রমজান মাসে হজ করতে এসে অনৈতিক আচরণ করার জন্য কাবা থেকে এখন পর্যন্ত ৪,০০০ মুসল্লিকে গ্রেফতার করেছে সৌদি আরব পুলিশ। সেই সঙ্গে ওমরাহর ভুয়া অফার দিয়ে বিদেশিদের সঙ্গে প্রতারণা করার অভিযোগে ৩৫ টি প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়া হয়েছে ৷
বছরের অন্যান্য সময়ের চেয়ে রমজানে কাবায় মুসল্লিদের ভিড় বেড়ে যায়। বিশেষ করে, রমজানের শেষ ১০দিনে মুসল্লিদের ভিড় সবচেয়ে বেশি থাকে, কারণ এই সময়ে অনেকে ওমরাহ করার পরিকল্পনা করেন। এই কারণে এই সময়ে নিরাপত্তার ব্যাপক কড়াকড়ি করেছে সৌদি প্রশাসন। তবে এবার মুসল্লিদের ভিড় কমানোর জন্য কিছু নির্দেশনা দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। মন্ত্রণলায় এক নির্দেশনায় কাবায় আসার বদলে নিজ নিজ হোটেলে প্রার্থনা করার হলঘরে নামাজ পড়ার জন্য আহ্বান জানিয়েছে । এর আগে ভিড় কমাতে এবারের রমজানে একজন মুসল্লিকে মাত্র একবারই ওমরাহ করার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সৌদি ।।