এইদিন ওয়েবডেস্ক,১৯ অক্টোবর : বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে গাজায় ইসরায়েলি সেনার অভিযানে অন্তত ৪০ জন ফিলিস্থিনির মৃত্যু হয়েছে বলে দাবি করেছে কাতার ভিত্তিক সংবাদপত্র আল জাজিরা । প্রতিবেদনে বলা হয়েছে, গাজা শহরের দক্ষিণে অবস্থিত খান ইউনিসে হামলার পর সাত শিশুসহ নয়জন মারা গেছে। গাজা উপত্যকার দক্ষিণে রাফাহতে ইসরায়েলি বিমান হামলায় ৩০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে।
এই প্রতিবেদনে বলা হয়েছে,গাজার কেন্দ্রস্থলে একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় এক ফিলিস্তিনি শিশু নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এই যুদ্ধের ১৩ তম দিন শুরু হয়েছিল যখন গাজার একটি হাসপাতালে সাম্প্রতিক মারাত্মক হামলা অনেক আরব এবং ইসলামিক দেশে প্রতিবাদের ঢেউ তুলেছে। যদিও সন্ত্রাসী গোষ্ঠী হামাসের অনিয়ন্ত্রিত রকেটের জন্যই হাসপাতালে হতাহতের ঘটনা ঘটেছে বলে প্রমানসহ দাবি করেছে ইসরায়েল ।
এরই মধ্যে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ মোহাম্মদ বাঘেরি বলেছেন, গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে অন্য দেশও যুদ্ধক্ষেত্রে প্রবেশ করবে। রাশিয়া ও কাতারের প্রতিরক্ষা মন্ত্রীদের সাথে টেলিফোনে আলাপচারিতায় এই সতর্কবার্তা উত্থাপন করার সময়, তিনি গাজায় ইসরায়েলের হামলা বন্ধ করতে এবং ইসরায়েলি অবরোধের মধ্যে থাকা এই এলাকার বাসিন্দাদের সহায়তা প্রদানের প্রক্রিয়া দ্রুততর করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অবিলম্বে পদক্ষেপের দাবি জানান ।।