এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,১৯ অক্টোবর : ইরানের গাইডেন্স পুলিশের হেফাজতে মারা যাওয়া ২২ বছর বয়সী কুর্দি তরুনী মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে চার সপ্তাহেরও বেশি সময় ধরে বিক্ষোভ চলছে । ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা ইসলামিক প্রজাতন্ত্রের মৃত্যুতে স্লোগান দিচ্ছে । ইরানি শিয়া মুসলিম ধর্মগুরু সৈয়দ আলী হোসেইনী খামেনেয়ীর মৃত্যু কামনা করে দেশ জুড়ে প্রার্থনা করছে সাধারণ মানুষ । এই পরিস্থিতি মোকাবিলায় রীতিমতো দমনপীড়ন শুরু করেছে ইরান সরকার । বাদ যাচ্ছে না সংবাদ মাধ্যমও ।
আন্তর্জাতিক সাংবাদিকদের সুরক্ষা কমিটি বলেছে যে এযাবৎ ৪০ জন সাংবাদিককে এ দেশের নিরাপত্তা বাহিনী গ্রেফতার করেছে । তার মধ্যে ১১ জনই মহিলা সাংবাদিক । ইন্টারন্যাশনাল কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট বুধবার (১৯ অক্টোবর ২০২২) একটি প্রতিবেদন প্রকাশ করে গ্রেফতারকৃত এই সাংবাদিকদের নামের তালিকা প্রকাশ করেছে । কমিটির মতে ইরানে সাম্প্রতিক বিক্ষোভের মধ্যে এই সাংবাদিকদের ১৮ অক্টোবর পর্যন্ত আটক রাখা হয়েছিল । এর মধ্যে আট সাংবাদিক জামিনে মুক্তি পেয়েছেন । বাকিরা এখনও জেলবন্দি ।
উল্লেখ্য,মাহসা আমিনির হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভে এযাবৎ শতাধিক মানুষকে গুলি করে মেরেছে ইরানি পুলিশ । তার মধ্যে দুই আফগান শিশুও রয়েছে । এদিকে বিক্ষোভকারীদের উপর দমনপীড়নের কারনে ইসলামী প্রজাতন্ত্রের কর্মকর্তা ও প্রতিষ্ঠানগুলি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়েছে ।।