এইদিন ওয়েবডেস্ক,বিশাখাপত্তনম,২০ নভেম্বর : সোমবার ভোরে বিশাখাপত্তনমের ভাইজাগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । ভাইজাগের ব্যাপক ফিশিং হার্বারে নোঙর করা ৪০ টি মাছ ধরার নৌকা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে । অগ্নিকাণ্ডের ঘটনাটি এদিন ভোররাত ১টার দিকে নজরে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলবাহিনী । প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । অনুমান করা হচ্ছে যে ঘটনাস্থলে থাকা ৮ টি এলপিজি সিলিন্ডার থেকে বিস্ফোরণ ঘটে এই ঘটনা ঘটেছে ।
বিশাখাপত্তনম জেলা দমকল আধিকারিক এস রেনুকাইয়া পিটিআইকে জানিয়েছেন, আগুনের খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং ভোর চারটার দিকে তিন ঘণ্টার লড়াইয়ের পর আগুন নিভিয়ে ফেলেন। এডিজিপি আইনশৃঙ্খলা রবিশঙ্কর বলেছেন,’কিছু ছেলে গভীর রাতে সেখানে পিকনিক করছিল । সেই সময় একটি নৌকায় আগুন লাগে । ভাগ্যক্রমে অন্যান্য নৌকাগুলি আগুনের লেলিহান শিখা থেকে বেঁচে যায় । সেখানে ডিজেল এবং গ্যাস সিলিন্ডারের একটি সম্পূর্ণ ট্যাঙ্কার ছিল। তাই আগুন জেটিতে পার্ক করা অন্যান্য নৌকায় ছড়িয়ে পড়ে ।’
এদিনের অগ্নিকাণ্ডের জেরে কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে । পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে । এদিকে, মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং কর্তৃপক্ষকে আগুনের ঘটনার বিস্তারিত তদন্ত করার নির্দেশ দিয়েছেন। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানা গেছে ।।