এইদিন ওয়েবডেস্ক,দুর্গাপুর(পশ্চিম বর্ধমান), ১৫ মার্চ : ফের দুর্ঘটনার কবলে পড়ল দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিকরা । কারখানায় বেসিক অক্সিজেন ফার্নেস বিভাগে বৃহস্পতিবার রাত ৯টা ২০ নাগাদ ব্লাস্ট ফার্নেসে গ্যাস কাটার দিয়ে প্লেট কাটার সময় আচমকাই ‘ব্যাক-ফায়ার’ হয়ে ৪ জন শ্রমিক আগুনে ঝলসে গেছে বলে জানা গেছে । আহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে । তারা হলেন, বিনোদ কুমার চালাহ, রাজেশ গুপ্তা ও হীরালাল গোপ। তিনজনই ঝাড়খন্ডের বাসিন্দা ৷ বিনোদের মুখ ও ডান হাত, রাজেশ ও হীরালালের মুখ আর দুই হাত আগুনে ঝলসে যায়। দগ্ধদের তড়িঘড়ি প্রথমে প্ল্যান্ট মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে রাজেশ গুপ্তার অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে বিধাননগরে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে । এদিকে খবর পেয়ে রাতেই হাসপাতালে যান দুর্গাপুর স্টিল প্লান্টের ডিআইসি বিপি সিং-সহ অন্যান্য আধিকারিকরা।
প্রসঙ্গত,গত মাস থেকে এযাবৎ চারবার দুর্ঘটনা ঘটল দুর্গাপুরের ইস্পাত কারখানায় । গত ২৯ ফেব্রুয়ারী বেসিক অক্সিজেন ফার্নেসে গলিত লোহায় ঝলসে যান এক আধিকারিক সহ পাঁচজন কর্মী। এদের মধ্যে দুজনের মৃত্যু হয় । এখনো তিনজন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন । শ্রমিক সংগঠনগুলির অভিযোগ যে কারখানার যন্ত্রাংশগুলি বহু পুরোনো হয়ে গেছে। উৎপাদন বৃদ্ধির দিকে নজর থাকলেও কারখানার
আধুনিকীকরণের দিকে কোনো নজর নেই কর্তৃপক্ষের । নজর নেই শ্রমিকদের নিরাপত্তার দিকেও । এ নিয়ে তারা কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ।।