এইদিন ওয়েবডেস্ক,খাইবার পাখতুনখোয়া,৩০ মার্চ : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে মাইন বিস্ফোরণে ৪ পুলিশকর্মীর মৃত্যু হয়েছে । আহত হয়েছে আরও অন্তত ৬ পুলিশ সদস্য । আজ বৃহস্পতিবার সকালে এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লেকি মারুত অঞ্চলে । পাকিস্তানি মিডিয়া জানিয়েছে, এদিন সকালে পাকিস্তানি পুলিশদের বহনকারী একটি গাড়ি রাস্তার পাশের মাইনে আঘাত করলে এই বিস্ফোরণ ঘটে । বিস্ফোরণের পর গাড়িটি উড়ে গিয়ে কিছু দূরে ছিটকে পড়ে । ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ পুলিশকর্মীর । আরও ৬ জন গুরুতর আহত হয় । আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ।
এদিকে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এদিনের এই ঘটনার দায় স্বীকার করেছে। উল্লেখ্য, সরকারের আলোচনা ব্যর্থ হওয়ার পর হামলার মাত্রা বাড়িয়েছে তেহরিক-ই- তালিবান পাকিস্তান । সাম্প্রতিক মাসগুলোতে, এই দলটি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বিশেষ করে খাইবার পাখতুনখোয়া প্রদেশে অনেক হামলা ও আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে ।।