এইদিন ওয়েবডেস্ক,বক্সার(বিহার),১২ অক্টোবর : বুধবার রাতে বিহারের বক্সার জেলার রঘুনাথপুর রেলওয়ে স্টেশনের কাছে নর্থ ইস্ট সুপারফাস্ট (North East Express) ট্রেনের (ট্রেন নম্বর ১২৫০৬) ৬টি বগি লাইনচ্যুত হলে অন্তত চার যাত্রী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন । রেলের এক আধিকারিক এএনআইকে জানিয়েছেন যে আনন্দ বিহার টার্মিনাল থেকে কামাক্যাগামী উত্তর-পূর্ব সুপারফাস্ট ট্রেনটি রাত ৯:৩৫ নাগাদ বক্সার জেলার রঘুনাথপুর রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়। জাতীয় ও রাজ্যের বিপর্যয় মোকাবিলার দল ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে ।
জানা গেছে,দূর্ঘটনার পর আশপাশের বাসিন্দারা প্রথমে উদ্ধার কাজে হাত লাগায় । পরে বিপর্যয় মোকাবিলার দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে । তবে দূর্ঘটনার কারন এখনো স্পষ্ট নয় । ইতিপূর্বে রেল লাইনে পাথর ও ফিসপ্লেটে লোহার রড রেখে নাশকতার ছক করেছিল সন্ত্রাসবাদীরা । এই দূর্ঘটনার পিছনে সন্ত্রাসীরা নাশকতা চালিয়েছে কিনা তা তদন্ত করে দেখছে রেলপুলিশ ।।