এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,১৯ জানুয়ারী : বেলুচিস্তান লিবারেশন আর্মির যোদ্ধাদের হাতে নিহত হল ৪ পাকিস্তানি সেনা । পাকিস্তান সেনাবাহিনীর তরফ থেকে এই মৃত্যুর খবর জানানো হয়েছে । বুধবার পাকিস্তান সেনাবাহিনী একটি প্রেস রিলিজে জানিয়েছে,বেলুচিস্তান প্রদেশের পাঞ্জগুর এলাকায় এই ঘটনা ঘটেছে । মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পাঞ্জগুর এলাকায় পাকিস্তানি সেনাবাহিনী টহল দেওয়ার সময় তাদের কনভয়কে নিশানা করে বিএলএ-এর যোদ্ধারা । ইরানের মাটিতে দাঁড়িয়ে কনভয়টিকে তারা গ্রেনেড দিয়ে উড়িয়ে দেয় । ঘটনার পর পাকিস্তানি সেনাবাহিনী ইরানের কর্তৃপক্ষকে তাদের ভূখণ্ডের ভেতরে কথিত ‘সন্ত্রাসীদের’দের ঘাঁটি ধ্বংস করতে অনুরোধ করেছে ।
পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি হামলার নিন্দা করেছেন এবং নিহতদের পাকিস্তানের ‘হিরো’ বলে অভিহিত করেছেন । পাশাপাশি তিনি বিএলএ-এর উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন, ‘চরমপন্থীদের এই হামলার মূল্য দিতে হবে ।’
প্রসঙ্গত,খনিজ ও গ্যাসের খনি সমৃদ্ধ বেলুচিস্তান রাজ্যটিকে দীর্ঘ প্রায় আট দশক ধরে অবৈধভাবে দখল করে রেখেছে পাকিস্তান । অভিযোগ, পাকিস্থান এই অঞ্চলের গ্যাস এবং খনিজ সম্পদ ব্যবহার করলেও বেলুচিস্তানের উন্নয়নে এক টাকাও খরচ করে না । তাই স্বাধীনতার দাবিতে প্রায় দুই দশক ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে বেলুচ নাগরিকরা । আন্দোলন দমন করতে বেলুচ পুরুষ, মহিলা এমনকি শিশুদের পর্যন্ত নির্বিচারে হত্যা করছে পাকিস্তান সেনা । তবু স্বাধীনতাকামী বেলুচ যোদ্ধাদের দমানো যায়নি । গত বছর তেহেরিক-এ- তালিবানের সঙ্গে হাত মিলিয়েছে বিএলএ। তারপর থেকে তারা পাকিস্তান সেনার উপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ।।