এইদিন ওয়েবডেস্ক,মুজাফফরনগর,২০ জুন : জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের মুজাফফরনগরে পৌরসভার ৪ মুসলিম মহিলা কাউন্সিলরের বিরুদ্ধে । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, পুরসভার সভাকক্ষে যখন বন্দে মাতরম গান বাজতে শুরু করল তখন প্রত্যেক কাউন্সিলার উঠে দাঁড়ালেন । কিন্তু ওই চার বোরখা পরিহিত মুসলিম মহিলা কাউন্সিলরদের যথারীতি নিজেদের চেয়ারে বসে থাকতে দেখা যায় ।
জানা গেছে,শনিবার বিকেলে মুজাফফরনগর পৌরসভা হলে একটি সভা অনুষ্ঠিত হয়েছিল । উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পশুপালন, দুগ্ধ ও মৎস্যমন্ত্রী সঞ্জীব বলিয়ান,ইউপি সরকারের বৃত্তিমূলক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী কপিল দেব আগরওয়ালসহ পুরসভার কাউন্সিলার ও কর্মীরা । সভা শুরুর আগে জাতীয় সঙ্গীত বাজানো হয় । তখন সকলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেও ওই চার বোরখা পরিহিত কাউন্সিলর সারাক্ষণ বসেই ছিলেন । এই ঘটনার নিন্দা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বলিয়ান । তিনি বলেন,’মহিলারাই যদি জাতীয় সঙ্গীতকে এভাবে অপমান করেন,তাহলে সমাজ কীভাবে শক্তিশালী হবে?’ শুধু মন্ত্রীই নন,ওই চার মুসলিম মহিলা কাউন্সিলরের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ তুলে নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরাও ।।