প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৭ জুলাই : মহিলা সেজে জাতীয় সড়কে ছিনতাইয়ের উদ্দেশ্যে জড়ো হওয়া চার দূষ্কৃতিকে গ্রেপ্তার করলো পুলিশ। বর্ধমান থানার পুলিশ।বর্ধমান থানার পুলিশ রবিবার গভীর রাতে উল্লাস এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে ওই চার দুস্কৃতিকে পাকড়াও করে ।ধৃতদের নাম বাবলু সরকার,সঞ্জীব দাস,সুদীপ দাস ও সুজিত দাস। এরা সকলেই বর্ধমান শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা।পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে একটি পাইপগান,২ রাউণ্ড কার্তুজ ,একটি চপার ও দুটি লোহার রড উদ্ধার হয়েছে।সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ সোমবার চার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করে হেপাজতে নিয়েছে ।
ডিএসপি ট্রাফিক (২) রাকেশ চৌধুরী বলেন,
‘গোপন সূত্রে খবরের পেয়ে রবিবার গভীর রাতে বর্ধমান থানার পুলিশ ১৯ নম্বর জাতীয় সড়কের উল্লাস এলাকায় অভিযান চালায়।সন্দেহজনক ভাবে জাতীয় সড়কে জড়ো হওয়া ৪ ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে। ধৃতেদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় ।’
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে,ধৃতরা স্বীকার করে নেয় তারা জাতীয় সড়কে মহিলা সেজে ট্রাক থেকে চুরি ও ছিনতাইয়ে কাজে যুক্ত। এদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় জাতীয় সড়কে ছিনতাইয়ের ঘটনায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে বলে জানান তিনি।ধৃতদের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে তা জানতে ধৃতডের হেপাজতে নেওয়া হয়েছে বলে ডিএসপি ট্রাফিক (২)রাকেশ চৌধুরী জানিয়েছেন।।