এইদিন ওয়েবডেস্ক,চাঁচল(মালদা),১৮ নভেম্বর : গভীর রাতে গ্রামের গৃহস্থের বাড়িতে ঢুকে ডাকাতির পরিকল্পনা করেছিল একটি দুষ্কৃতিদল । কিন্তু গোপন সুত্র থেকে পুলিশের কাছে তার খবর চলে যাওয়ায় দুষ্কৃতিদের সেই পরিকল্পনা বানচাল হয়ে যায় । বুধবার গভীর রাতে মালদা জেলার চাঁচল থানার মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নদীবাঁধ এলাকার হানা দিয়ে ৪ কুখ্যাত দুষ্কৃতিকে গ্রেফতার করল পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম অবিনাশ দাস (৪০), মাহমুদ আলম (২৯), হাবিব উদ্দিন (৪০) ও বচ্চন মন্ডল (২২) । তারা প্রত্যেকেই মহানন্দপুরের ধনজনা গ্রামের বাসিন্দা । ধৃতদের কাছ থেকে একটি পাইপগান,দু’রাউন্ড কার্তুজ,একটি হাসুয়া ও দুটি লোহার রড উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
পুলিশ সুত্রে খবর,ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে তারা মহানন্দপুর অঞ্চলের নদীবাঁধ এলাকার হারিয়ান মোড়ের বাসিন্দা এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল । বৃহস্পতিবার ধৃতদের চাঁচোল মহকুমা আদালতে পাঠানো হয় ।
এই বিষয়ে চাঁচল মহকুমা পুলিশের এক আধিকারিক শুভেন্দু মন্ডল বলেন, ‘বুধবার রাতে গোপন সুত্র থেকে আমাদের কাছে খবর আসে একটি দুষ্কৃতিদল ডাকাতির উদ্দেশ্যে মহানন্দপুর অঞ্চলের নদীবাঁধ এলাকার জড়ো হয়েছে । খবর পেতেই চাঁচল থানার পুলিশ আধিকারিক দিলবার হোসেনের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয় । শেষে ৪ দুষ্কৃতি অস্ত্রসহ ধরা পড়ে যায় । ধৃতদের মধ্যে অবিনাশ ও হাবিবউদ্দিন পুলিশের খাতায় কুখ্যাত দুষ্কৃতি বলে চিহ্নিত । তাদের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে ।’ এই চক্রে যুক্তদের সন্ধান চলছে বলে তিনি জানিয়েছেন ।।