প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৪ নভেম্বর : বালি পাচারের অভিযোগে বালি বোঝাই ৪ টি লরি বাজেয়াপ্ত করে লরি চালকদের গ্রেপ্তার করলো পুলিশ । পূর্ব বর্ধমানের গলসি থানার পুলিশ বুধবার গভীর রাতে গোহগ্রাম-গলসি রোডের রামপুর মোড়ের কাছে লরিগুলি আটকায়। বালির কোন ’চালান’ দেখাতে না পারায় পুলিশ লরি গুলি বাজেয়াপ্ত করে চালকদের গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে ,ধৃতদের নাম ইজাজ মোমিন, আলি হোসেন মোমিন, শেখ মোকাম্মেল হোদা ও নিয়াজ সরিফ মল্লিক। ধৃতরা গলসি থানার মনোহর ও সুজাপুরে এলকার বাসিন্দা।পুলিশের দাবি গোহগ্রামে অবৈধভাবে মজুত করে রাখা বালি ওই লরি গুলিতে লোড করে পাচার করা হচ্ছিল বলে জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে ।বালির এই অবৈধ কারবারে চালক ও লরির মালিকের পাশাপাশি বালি মজুতকারীরাও জড়িত বলে পুলিশ জানতে পেরেছে। সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ বৃহস্পতিবার ধৃতদের পেশ করে বর্ধমান আদালতে। ধৃতদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ৭ নভেম্বর ফের তাঁদের আদালতে পেশের নির্দেশ দিয়েছেন সিজেএম ।।