এইদিন ওয়েবডেস্ক,বাথিন্ডা,১২ এপ্রিল : বুধবার ভোর ৪.৩৫ নাগাদ পাঞ্জাবের বাথিন্ডার(Bathinda) সামরিক ঘাঁটির ভেতরে হামলা চালিয়েছে অজ্ঞাত পরিচয় বন্দুকধারী । এই ঘটনায় অন্তত চারজন সেনা নিহত হয়েছে বলে জানা গেছে । ঘটনাস্থল ঘিরে রেখে হামলাকারীর সন্ধানে তল্লাশি শুরু হয়েছে । বাথিন্ডার এসএসপি জানিয়েছেন,ঘটনাটি সন্ত্রাসী হামলা নয় । পুলিশ এবং গোয়েন্দা সূত্রও একই দাবি করে জানিয়েছে,এই ঘটনার পিছনে ব্যক্তিগত ঝামেলা কাজ করছে বলে মনে করা হচ্ছে ।
জানা গেছে,ঘটনাটি ঘটেছে বাথিন্ডা মিলিটারি স্টেশনের আর্টিলারি ইউনিটে । এই এলাকায় সেনাকর্মীদের পরিবার বসবাস করে । ঘটনার পর বসবাসকারীদের আপাতত ঘরে ভিতরে থাকতে বলা হয়েছে । এমনকি পাঞ্জাব পুলিশকেও সেনানিবাসে ঢুকতে দেওয়া হয়নি বলে সূত্রের খবর ।।