এইদিন ওয়েবডেস্ক,জম্মু,১৫ মার্চ : জম্মু শহরের কেন্দ্রস্থলে একটি স্ক্র্যাপের দোকানের ভিতরে আগুনের কারণে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণে দেড় বছরের একটি শিশুকন্যাসহ অন্তত চারজন জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন । আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন । সোমবার গভীর রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শহরের রেসিডেন্সি রোড এলাকায় । হতাহতরা প্রত্যেকেই অসমের বাসিন্দা এবং ওই স্ক্র্যাপের দোকানের শ্রমিক ।
বিধ্বংসী অগ্নিকাণ্ডের কয়েক মিনিটের মধ্যেই, স্থানীয় বাসিন্দা,পুলিশ, দমকল বাহিনী ছুটে গিয়ে অগ্নিদগ্ধদের উদ্ধারের কাজ শুরু করে । পাশাপাশি দমকলের সাতটি ইঞ্জিন ও একটি ফায়ার ফাইটিং দল আগুন নেভানোর চেষ্টা করে । জম্মুর এসএসপি চন্দন কোহলি বলেছেন, “বিদ্যুতের তারে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে হচ্ছে । আগুনের লেলিহান শিখা পুরো বিল্ডিংকে গ্রাস করেছে এবং ভিতরে থাকা কিছু এলপিজি সিলিন্ডারও বিস্ফোরিত হয়েছে ।’ আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন ।
পুলিশের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, নিহতরা হলেন শারিক-উল-হক, ইসুফ, রুবেন এবং দেড় বছরের শিশুকন্যা খালিদা । অন্যদিকে আহতদের নাম মারজিমা খাতুন (২৩),আনোয়ার হোসেন (৫৩), মোমিনা খাতুন (২৫), মেনার-উল-হুসেন (৩), আসরার-উল-ইসলাম (১৯), আঙ্কু রাম ওরফে অন্তু(৫৩), মেহজু দিন(২৫),সুকিতম(২৪), সেমিরিনিসা(৩০),সুজু বানোসহ ৭ ও ৪ বছরের দুই শিশু ।
জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন,’জম্মুর একটি স্ক্র্যাপ দোকানে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত । মৃতদের শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি । জেলা প্রশাসনকে সব ধরনের ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দিয়েছি ।’ সেই সঙ্গে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা, গুরুতর আহতদের ১ লক্ষ টাকা এবং সামান্য আহতদের ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন লেফটেন্যান্ট গভর্নর ।।