এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,০৪ জুলাই : বাংলাদেশের ঝালকাঠির সুগন্ধা নদীতে দুই জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে । বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৪ জনের । আহত হয়েছে ১২ জন পুলিশকর্মী সহ ১৫ জন । বাকি ২ জন জাহাজের কর্মচারী । আহতদের মধ্যে ১১ জনের ঝালকাঠি হাসপাতালে,একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা চলছে ।
জানা গেছে,ঝালকাঠির সুগন্ধা নদীতে নোঙর করা ছিল নন্দিনী-১,২ ও ৪ নামে তিনটি জাহাজ । পয়লা জুলাই সাগর নন্দিনী-১ জাহাজ থেকে সাগর নন্দিনী-৪ জাহাজে তেল অপসারণ করার সময় প্রথম দফার বিস্ফোরণ হয় । নন্দিনী-১ জাহাজে আগুন ধরে গিয়ে বিস্ফোরণ ঘটে । সোমবার সন্ধ্যা ৬ টার দিকে দ্বিতীয় দফায় বিস্ফোরিত হয় সাগর নন্দিনী-২ জাহাজে । তারপর থেকে রাত ১ টা পর্যন্ত জাহাজটিতে আগুন জ্বলতে দেখা গেছে । ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, বিআইডব্লিউটিএর ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছেন ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক ফিরোজ কুতুবী ।
জানা গেছে,দুর্ঘটনার পর তেল অপসারণের সময়ে নিরাপত্তার কাজে নিয়োজিত অবস্থায় দ্বিতীয় দফায় বিস্ফোরণে পুলিশ সদস্যরা আহত হন । ইতিমধ্যে উদ্ধার অভিযানে নৌ-বাহিনীর কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে। বাহিনীটির উদ্ধারকারী জাহাজ ‘ডলফিন’ বরিশাল থেকে ঘটনাস্থলে পৌঁছেছে ।।