এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,২৭ ফেব্রুয়ারী : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি মাইন বিস্ফোরণে ৪ জন নিহত ও ১০ জন আহত হয়েছে ।দ্য ডন পত্রিকার খবরে বলা হয়েছে,রবিবার(২৬ ফেব্রুয়ারী ২০২৩) পাকিস্তানের বেলুচিস্তানের রুখনি বাজারে বিস্ফোরণটি ঘটে । স্থানীয় কর্মকর্তা আবদুল্লাহ খোসো বলেছেন, মোটরসাইকেলে রাখা মাইনে বিস্ফোরণটি ঘটেছে ।বেলুচিস্তানের রাজ্য মন্ত্রী মীর আব্দুল কুদৌস বিজাঞ্জো এই বিস্ফোরণের নিন্দা করে বলেছেন, যারা নিরপরাধ মানুষের রক্তপাত করেছে তারা মানবতার শত্রু এবং সন্ত্রাসী । সন্ত্রাসীরা তাদের অশুভ লক্ষ্য অর্জনের জন্য অরাজকতা সৃষ্টি করে। তবে আমরা সরকার বিরোধীদের জয়ী হতে দেব না ।
প্রসঙ্গত,দীর্ঘ প্রায় আট দশক ধরে বেলুচিস্তানকে গায়ের জোরে দখল করে রেখেছে পাকিস্থান । স্বাধীনতার জন্য রক্তক্ষয়ী লড়াই করে যাচ্ছে বেলুচ লিবারেশন আর্মি । তার জেরে নিরীহ বেলুচ নাগরিকদের উপর পাশবিক অত্যাচার চালাচ্ছে পাকিস্থানের সেনা । পালটা প্রত্যাঘাত করে বিএলএ । যদিও রবিবারের মাইন বিস্ফোরণের দায় স্বীকার করেনি তারা ।।