এইদিন ওয়েবডেস্ক,পূর্ব বর্ধমান,২৪ ফেব্রুয়ারী : ফের জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটল । এবার বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল এক মহিলাসহ ৪ জনের । জখম ১০ । বুধবার দুর্ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের পালসিট স্টেশনের কাছে । মৃতদের মধ্যে তিন জনের নাম জানতে পেরেছে পুলিশ । পুলিশ জানিয়েছে ওই তিন জনের নাম রিপন মণ্ডল (২০),অনিমেষ রায়(২২) ও বিকাশ শর্মা(৫৫) । বারবার জাতীয় সড়কে দুর্ঘটনায় প্রাণহাণীর ঘটনা ঘটায় এদিন ক্ষিপ্ত গ্রামবাসীরা জাতীয় সড়ক পথ অবরোধ শুরু করে দেয় । অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় । এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পালসিটে যান এসডিপিও সাউথ আমিনুল ইসলাম খান । তিনিও বিক্ষোভের মুখে পড়েন ।
স্থানীয় সুত্রে জানা গেছে, এদিন লরিটি কলকাতা থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল । পালসিট স্টেশনের কাছে লরিটি আসতেই লরি চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বাইকে ধাক্কা দেয় । সেই সময় পালসিট বাসস্ট্যান্ডে রাস্তার বাঁদিকে বাস ধরার জন্য দাঁড়িয়ে ছিলেন বেশ কিছু লোকজন । লরিটি বাইকে ধাক্কা মারার পর বাসের প্রতিক্ষায় দাঁড়িয়ে থাকা লোকজনকে কার্যত পিষে দিয়ে পালিয়ে যায় ।
জানা গেছে, দুর্ঘটনার ১৪ জন গুরুতর জখম হন ।তাদের উদ্ধার করে অনাময় হাসপাতালে নিয়ে গেলে এক মহিলাসহ চারজনকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকরা । বাকিরা আহতরা হাসপাতালে চিকিৎসাধীন ।।