প্রদীপ চট্টোপাধ্যায,বর্ধমান,১৬ সেপ্টেম্বর : একই দিনে পৃথক পথ দুর্ঘটনায় পূর্ব বর্ধমানে মৃত্যু হল চার জনের ।বৃহস্পতির দুর্ঘটনাগুলি ঘটেছে জেলার জামালপুর,রায়না ও খণ্ডঘোষ থানা এলাকায়। জামালপুর ও রায়নায় হওয়া দুর্ঘটনায় মৃতরা হলেন রঞ্জন পাখিরা (২৫),লোকনাথ হাজরা (২০) ও সুজন হাজরা (২১)। খণ্ডঘোষে দুর্ঘটনায় মৃত ট্রাক চালকের
নাম পরিচয় পুলিশ এখনও জানতে পারেনি ।
ময়নাতদন্তের জন্য এদিনই মৃত ব্যক্তিদের দেহ পাঠানো হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে।দুর্ঘটনাগ্রস্ত গাড়ি গুলি আটক করে তিন থানার পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে , জামালপুরের মাধবপুর নিবাসী রঞ্জন পাখিরা পেশায় রাজমিস্ত্রি ।এদিন সকালে বাইকে চড়ে তিনি হুগলীর তারকেশ্বরের দিকে কাজে যাচ্ছিলেন ।পথে মেমারি তারকেশ্বর রোডে মাধবপুর মসজিদ তলার কাছে বিপরিত দিকথেকে আসা একটি বেসরকারী যাত্রীবাহী বাসের ধাক্কায় বাইক আরোহী যুবক রঞ্জন পাখিরা গুরুতর জখম হয়।দুর্ঘটনার পরেই বাস ছেড়ে পালায় চালক।রঞ্জন কে উদ্ধার করে জামালপুর ব্লক স্বাস্থকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে বলে ঘোষনা করেন । ঘাতক বাসটি পুলিশ আটক করেছে ।
একই রকম ভাবে যাত্রীবাহী বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা এদিন বেলা পৌনে ১১ টা নাগাদ ঘটে রায়না থানার ধারানের শীবতলা বাজার এলাকায়।এই দুর্ঘটনায় লোকনাথ হাজরা (২০) ও সুজন হাজরা (২১) নামের দুই বাইক আরোহী যুবকের মৃত্যু হয় । মৃতদের বাড়ি রায়না বিধাসভার পাষন্ডার নিলুট এলাকায় বলে জানা গিয়েছে । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ,বাইক আরোহীরা প্রচণ্ড গতীতে বর্ধমান আরামবাগ ভায়া মুথাডাঙ্গা রোড ধরে আরামবাগের দিকে যাচ্ছিল ।ওই সময়ে ধারান শীবতলা বাজারের কাছে বিপরিত দিক থেকে আসছিল যাত্রীবাহী একটি বাস। বাইক চালক গতী নিয়ন্ত্রণ করতে না পেরে ওই বাসের সামনে সজোরে গিয়ে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় বাইকের দুই আরোহী মারাত্মক জখম হয় । তাঁদের উদ্ধার করে পুলিশ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় । সেখানে চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষনা করেন । পুলিশ দুর্ঘটাগ্রস্ত বাস ও বাইক আটক করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে । এই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতে রায়না থানার সেহারবাজার পলাশন রোডে পলাশনের মেঠোপাড়া এলাকায় দুপুরে ফের একটি দুর্ঘটনা ঘটে । ছোট মালবাহী গাড়ির ধাক্কায় গুরুতর জখন হন এক বাইক আরোহী।তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । জখম বাইক আরোহীর পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।
অন্যদিকে এদিনই বেলায় ছাগল কে বাঁচাতে একটি খালি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বর্ধমান বাঁকুড়া রোডে খণ্ডঘোষ থানার উজ্জ্বল পুকুর খালের ব্রিজের গার্ডওয়ালে সজোরে ধাক্কা মারে । ট্রাকটির সামনের অংশ দুমরে মুচরে যায় । ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাক চালকের । এদিকে দুর্ঘটনার পরেই ট্রাকের খালাসী পালিয়ে যায় । ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয়রা খবর দেয় খণ্ডঘোষ থানায় । পুলিশ মৃতদেহ উদ্ধারের পাশাপাশি ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায় । পুলিশ জানিয়েছে, ট্রাক চালকের নাম পরিচয় এখনও জানা জায়নি । পুলিশ তার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে ।।