এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২১ অক্টোবর : পবিত্র দুর্গোৎসবকেও রেহাই দিচ্ছে না বাংলাদেশের ইসলামি জিহাদিরা । আজ শনিবার মহাসপ্তমীর দিন বাংলাদেশের রাজধানী ঢাকার কেরানীগঞ্জের একটি দূর্গামন্দিরে গোমাংশ ফেলে রাখার ঘটনা ঘটেছে । এদিন ভোররাত ২ টা নাগাদ দক্ষিণ কেরানীগঞ্জের ব্রাহ্মণগাঁও দুর্গাপূজা মন্দিরে গরুর অন্ডকোষ দেখতে পায় মন্দির কর্তৃপক্ষ । পরে কর্তৃপক্ষের তরফে এনিয়ে থানায় অভিযোগ দায়ের করলে দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি চালাতে শুরু করে পুলিশ । শেষ পর্যন্ত পুলিশ ৪ ইসলামি জিহাদিকে গ্রেফতার করতে সক্ষম হয় । ধৃতরা হল দক্ষিণ কেরানীগঞ্জ থানার জাজিরা গ্রামের বাসিন্দা আক্কাস মিয়ার ছেলে কসাই মোহম্মদ সুজন, একই গ্রামে নুর হোসেনের ছেলে মোহাম্মদ রাকিব, নেছাব উদ্দিনের ছেলে ইব্রাহিম ও বাপ্পির ছেলে রিপন হোসেন ।
জানা গেছে, এদিন ভোর রাতে রাকিব ও রিপন অটোরিকশায় চড়ে দূর্গামণ্ডপের পাশ দিয়ে যাওয়ার সময় গরুর দুটি অন্ডকোষ ছুড়ে দিয়ে পালিয়ে যায় । তার মধ্যে ১টি অন্ডকোষ মন্দিরে ও ১ টি অন্ডকোষ মন্দিরের গেটে পড়ে । পরে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে এদিন ভোর ৪ টা নাগাদ একজন কসাই ও তার ৩ সহযোগীকে গ্রেপ্তার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ । ঘটনা প্রসঙ্গে জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন,’এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা হবে। এই ধরনের ঘটনা যদি কেউ ভবিষ্যতে না ঘটায় বা জড়িত থাকে তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন ।।