প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৫ মে : ভোট পরবর্তীতেও পূর্ব বর্ধমানে অব্যাহত রয়েছে বোমা উদ্ধার।শনিবার বিকালে জেলার মেমারি থানার বোহার অঞ্চলের বড় টিকাইপুর এলাকার রাস্তায় ধারে পড়ে থাকা ৪ টি তাজা বোমা উদ্ধার করলো পুলিশ । বোমা উদ্ধারের ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকার বাসিন্দা মহলে । ঘটনা শাসক ও বিরোধীদের রাজনৈতিক চাপানউতোর শুরু হলেও রাস্তার ধারে করা বোমা ফেলে রেখে ছিল তার তদন্ত পুলিশ শুরু করেছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টিকাইপুর এলাকায় রাস্তার ধারে ওই ৪ টি বোমা পড়েছিল । মাঠে খেলাধুলা সেরে বাড়িতে যাওয়ার সময় এক নাবালিকা ওই বোমাগুশি দেখতে পেয়ে স্থানীয়দের জানায় । এরপর স্থানীয়রাই খবর দেয় মেমারি থানায় । পুলিশ ঘটনাস্থলে পৌছে বোমা পড়ে থাকতে দেখার পরেই এলাকাটি ঘিরে রাখে । খবর দেওয়া হয়েছে বম ডিসপোজাল স্কোয়াডে । এসডিপিও (বর্ধমান দক্ষিণ )আমিরুল ইসলাম খান জানিয়েছেন,“ চারটে তাজা বোম পাওয়া গেছে।রবিবার বোম ডিসপোজাল স্কোয়াড বোমা নিষ্কৃয় করবে । বোমা কারা ওই জায়গায় রাখলো তার তদন্ত শুরু হয়েছে।’
মেমারির বিজেপি নেতৃত্ব দাবি করেছেন, ভোট পরবর্তীতে বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে ভয় ভীতি তৈরি করতেই তৃণমূলের লোকজন টিকাইপুরে বোমা ফেলে দিয়ে গেছে। যদিও মেমারি ২ ব্লক তৃণমূলের সভাপতি মহম্মদ ইসমাইল জানিয়েছেন ,এলাকায় সন্ত্রাসের পরিবেশ কায়েম করতে বিজেপি লোকজনই বোমা ফেলে রেখে এলাকা অশান্ত করতে চাইছে ।কারণ বিজেপি হিংসা ও সন্ত্রাসের রাজনীতিতেই বিশ্বাসী ।।