এইদিন ওয়েবডেস্ক,বেরেলি(উত্তরপ্রদেশ),১১ মে : উত্তরপ্রদেশের বেরেলি জেলার ফরিদপুর এলাকায় একটি ফোম কারখানায় আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছে ৪ জন শ্রমিক । নিহতদের মধ্যে ৩ জনের নাম অনুপ (২৫), অরবিন্দ কুমার মিশ্র (৩২) এবং রাকেশ (২৭) । চতুর্থজনের শরীর আগুনে পুড়ে এতটাই বিকৃত হয়ে গেছে যে এখনো পর্যন্ত তার পরিচয় জানতে পারেনি পুলিশ । অগ্নিদগ্ধ জীবিত শ্রমিকদের মধ্যে ৪ জনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে । তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ।
ওই ফোম কারখানাটি জেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ফরিদপুরের জাদে গ্রামে অবস্থিত । আজ বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে,বুধবার সন্ধ্যায় কারখানার শ্রমিকরা কাজ শেষ করে বাড়ি যাওতার আগেই শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় । সেই সময় কারখানার ভেতরে প্রায় ৫০ জন ছিল ।ফরিদপুর সার্কেল অফিসার গৌরব সিং জানান, ফায়ার ব্রিগেডের কর্মীরা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । বেরেলি জেলা ম্যাজিস্ট্রেট শিবকান্ত দ্বিবেদী বলেছেন যে তিনি প্রধান ফায়ার অফিসার চন্দ্র মোহন শর্মাকে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন ।।