এইদিন ওয়েবডেস্ক,কোচি,২৬ নভেম্বর : শনিবার রাতে কেরালার কোচির ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির কালামসেরি কুস্যাট ক্যাম্পাসে সঙ্গীত অনুষ্ঠানে পদদলিত হয়ে মৃত্যু হল ৪ জনের । আহত অন্তত আরও ৫৩ জন । তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। চারজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় । ৩১ জন কালামেরে মেড মেডিকেল কলেজ ও ১৮ জনকে কিন্ডার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় শোক প্রকাশ করে কেরালার গভর্নর আরিফ মুহম্মদ খান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,’চার ছাত্রের মৃত্যুর খবরে গভীরভাবে মর্মাহত ও দুঃখিত।’
শনিবার রাতে ওই ইউনিভার্সিটিতে বলিউড গায়িকা নিকিতা গান্ধীর কনসার্ট ছিল। প্রচুর ছাত্রছাত্রী এসেছিল গানের অনুষ্ঠানে । সেই সময় শুরু হলে বাইরে থাকা পড়ুয়ারা অডিটোরিয়ামের ভিতর ঢোকার চেষ্টা করে । কিন্তু অডিটোরিয়ামের একটি মাত্র গেট থাকায় প্রবল হুড়োহুড়ি শুরু হয় । কিছু পড়ুয়া সিঁড়ি দিয়ে পিছলে পড়ে যায় এবং তারপরে পদদলিত হয় ।
আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের কুস্যাট ক্যাম্পাসে ছিল শোকের আবহ । আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে বন্ধু, শিক্ষক, রাজনৈতিক কর্মী ও স্থানীয়রা প্রয়াতদের শেষ শ্রদ্ধা জানান। জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে প্রথমে ক্যাম্পাসে থামারাসেরির বাসিন্দা সারা থমাসের মৃতদেহ আনা হয়। পরে, অতুল থামবি এবং অ্যান রিফতার মৃতদেহগুলিও কালামাসেরি মেডিকেল কলেজে ময়নাতদন্তের পরে আনা হয় । কেরালার মুখ্যমন্ত্রীর তরফে মৃতদের পুষ্পস্তবক অর্পণ করেন মন্ত্রী পি রাজীব। স্পিকার এ এন শামসীর এবং সিপিএম রাজ্য সম্পাদক এম ভি গোবিন্দনও শেষ শ্রদ্ধা জানান । পালাক্কাদ মুন্ডুর স্থানীয় বাসিন্দা আলবিন জোসেফের মৃতদেহ তার পরিবার সকালের দিকে গ্রহণ করে বাড়িতে নিয়ে যায় ।।