এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৬ মার্চ : আজ বৃহস্পতিবার সাতসকালে মালদায় ২ পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল ৪ জনের । আহত হয়েছে আরও অন্তত ৪ জন । এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ প্রথম দুর্ঘটনাটি ঘটেছে মালদার গাজোল থানার দেওতলা এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে । একটি বেপরোয়া চারচাকা গাড়ি একটি যাত্রীবাহী টোটোয় সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে গেলে টোটো চালক সহ মোট তিনজন যাত্রীর মৃত্যু হয় । গুরুতর আহত হয়েছে টোটোর আরও এক যাত্রী । এরপর সকাল সাড়ে ৬টা নাগাদ দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার নারায়ণপুর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে । এক্ষেত্রে একটি বেপরোয়া পাথর বোঝাই লরি একটি জেসিবি মেশিনে ধাক্কা দেওয়ার পর পাশের গাড়ির শোরুমে ঢুকে পড়লে শোরুমের নৈশ প্রহরীর মৃত্যু হয় । জেসিবির চালক ও খালাসি সহ লরি চালক আহত হয়।
প্রথম দুর্ঘটনায় জানা গেছে,আজ ভোরে কয়েকজন সবজি ও মাছ ব্যবসায়ীকে চাপিয়ে গাজোলের পাইকারি বাজারে যাচ্ছিল একট টোটো । টোটোটি ৫১২ নম্বর জাতীয় সড়ক পথ ধরে যাওয়ার সময় গাজোল থানার দেওতলা এলাকায় আসতেই গঙ্গরামপুরগামী একটি বেপরোয়া চারচাকা গাড়ি ফটোটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায় । সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে টোটোটি কার্যত তালগোল পাকিয়ে যায় । ঘটনাস্থলেই টোটো চালকসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয় । টোটোর এক যাত্রী গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাজোল থানার পুলিশ । পুলিশ মৃতদেহ তিনটি উদ্ধার করে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে পাঠায়।
দ্বিতীয় দুর্ঘটনায় জানা গেছে যে এদিন সকালে একটি পাথর বোঝাই লরি ১২ নম্বর জাতীয় সড়ক ধরে মালদা থেকে গাজোলের দিকে যাচ্ছিল । প্রায় সাড়ে ৬টা নাগাদ লরিটি বেপরোয়া গতিতে এসে একটি জেসিবি মেশিনে সজোরে ধাক্কা মারে। ফলে জেসিবিটি রাস্তার পাশে উল্টে যায়। এরপর লরিটি রাস্তার পাশের একটি গাড়ির শোরুমে ঢুকে পড়ে । সেই সময় শোরুমের গেটেই দায়িত্ব পালন করছিলেন একজন নৈশপ্রহরী । লরির ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয় । ক্ষতিগ্রস্ত হয় শোরুমটিও । এই দুর্ঘটনায় জেসিবির চালক-খালাসি ও চালক আহত হয়েছে ।।