এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৫ মার্চ : মালদার পৃথক দুটি এলাকা থেকে আন্তঃরাজ্য মাদক ও বেআইনি অস্ত্রপাচার চক্রের চার পান্ডাকে গ্রেফতার করলো মালদা জেলা পুলিশের ক্রাইম সেল । রবিবার গভীর রাতে গাজোল এবং কালিয়াচক থানা এলাকায় অভিযান চালিয়ে বিহারের বাসিন্দা ওই চার দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে ধৃতদের নাম রাকেশ কুমার , কংগ্রেস সিং, খোরশেদ আলম এবং রিন্টু রজক।
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি নাইন এমএম পিস্তল, গুলিভর্তি চারটি ম্যাগাজিন, বেশ কিছু পরিমাণ ব্রাউন সুগার ও নগদ প্রায় ২৪ হাজার টাকা। সোমবার ধৃতদের মালদা জেলা আদালতের তুলে সাতদিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ ।
এদিন সাংবাদিক বৈঠক করে জেলা পুলিশের ডিএসপি প্রশান্ত দেবনাথ জানিয়েছেন , রাকেশ কুমার , কংগ্রেস সিং, খোরশেদ আলমকে গাজোল থানা এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে । পরে তাদের জেরা করে কালিয়াচক থানার সুলতানগঞ্জ এলাকা থেকে ব্রাউন সুগারসহ রিন্টু রজককে গ্রেফতার করা হয় ।
তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে যে ধৃতেরা প্রত্যেকেই আন্তঃরাজ্য একটি অপরাধমূলক চক্রের সাথে যুক্ত রয়েছে । এরা নির্বাচনের আগে অপরাধমূলক কাজকর্ম সংগঠিত করার ক্ষেত্রে এই ধরনের বেআইনি আগ্নেয়াস্ত্র ও মাদক পাচারের পরিকল্পনা নিয়েছিল । ধৃতদের জেরা করে এই চক্রে আর কারা যুক্ত তা জানার চেষ্টা চলছে ।’।