এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৪ জুন : বজ্রপাতে ৪ টি গরুর মৃত্যু হল ভাতারে । সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ভাতারের ওড়গ্রামে । বরাত জোরে প্রাণে বেঁচে যান মৃত গরুগুলির মালিকরা । এই ঘটনা ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।
স্থানীয় সুত্রে জানা গেছে, এদিন দুপুরে ওড়গ্রামের বাসিন্দা শেখ মনসুর, শেখ মনজুর, শেখ জানে আলি এবং নিশা বাউড়ি নামে চার গ্রামবাসী একটি করে গরু নিয়ে মাঠে চড়াতে যান । চারটি গরুর মধ্যে একটি ছিল বলদ । বাকিগুলো গাভি । তাঁরা ২-বি জাতীয়সড়কের কাছে ওড়গ্রাম ক্যানেলের পাশের মাঠে গরু চড়াচ্ছিলেন । সেই সময় হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হয় । পাশাপাশি চলে বজ্রপাত । তখন ওই চারজন তাঁদের গরুগুলো মাঠে ছেড়ে রেখে নিরাপদ জায়গায় এসে আশ্রয় নেয় । আর ঠিক সেই সময় মাঠে বজ্রপাত হয় । তার জেরে চারটি গরুই মারা যায় । খবর পেয়ে ঘটনাস্থলে যায় ওড়গ্রাম ফাঁড়ির পুলিশ ।।