এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,০৫ মার্চ : নদীয়া জেলার চাকদহে বাড়ি নির্মাণের জন্য ভিত কাটতে গিয়ে মাটির নিচে পুঁতে রাখা কৌটো বোমা বিস্ফোরণে ৪ জন নির্মাণ শ্রমিক আহত হয়েছে । আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর । আজ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে চাকদহ পাজির মোড় সাহেব পুকুর এলাকায় । গুরুতর আহত চাকদহের চুয়াডাঙ্গার বাসিন্দা শ্যামল সরকারের কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা চলছে । খবর পেয়ে ঘটনাস্থল তদন্ত যায় চাকদহ থানার পুলিশ । কে বা কারা এবং কি উদ্দেশ্যে ওই কৌটোবোমা মাটির নিচে পুঁতে রেখেছিল পুলিশ তা তদন্ত করে দেখছে । এদিকে লোকসভা নির্বাচনে ঠিক প্রাক্কালে এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।
স্থানীয় সূত্র খবর, চাকদহ পাজির মোড় লালপুরে মৌসুমী বিশ্বাস নামে এক মহিলার বাড়ি নির্মানের জন্য আজ সকালে ভিত খুঁড়তে গিয়েছিল ৪ জন শ্রমিক । শ্যামল সরকার যেখানে ভিত খুঁড়ছিলেন ঠিক আশেপাশেই গর্ত খোঁড়ার কাজ করছিলেন বাকি তিন শ্রমিক । শ্যামলবাবু কিছুটা ভিত খোঁড়ার পর হঠাৎ প্রচন্ড জোরে বিস্ফোরণ হয় । বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গোটা এলাকা কেঁপে ওঠে । বাকি তিন শ্রমিক অল্পবিস্তর আহত হলেও শ্যামলবাবুর ডান পায়ে গুরুতর আঘাত লাগে । এদিকে বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে । স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় । কিন্তু সেখানে শ্যামল সরকারের অবস্থার অবনতি হলে তাকে কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তরিত করা হয় । প্রাথমিকভাবে পুলিশের অনুমান যে ওই কৌটোর মধ্যে অন্তত চারটি তাজা বোমা ছিল ।
এদিকে এই ঘটনার জন্য শাসকদলের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন চাকদহ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। তার অভিযোগ যে তৃণমূলের লোকজনই ওই কৌটো বোমা পুঁতে রেখেছিল । যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন চাকদহ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবকৃষ্ণ মজুমদার ।।