এইদিন ওয়েবডেস্ক,কলম্বিয়া,১৮ মে : দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার দুই সপ্তাহের বেশি সময় পর গভীর আমাজন জঙ্গল থেকে হুইটোতো উপজাতি গোষ্ঠীর ৪ শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার হয়েছে । এদের তিনজনের বয়স ১৩, ৯ ও ৪ বছর এবং অপরজন ১১ মাস বয়সি বলে জানা গেছে । উদ্ধারকারীরা জানিয়েছে, দুর্ঘটনার পর থেকে দক্ষিণ ক্যাকুয়েটা বিভাগের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল ওই শিশুরা । কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেট্রো বুধবার এক টুইট বার্তায় বলেছেন যে সেনাবাহিনীর কঠোর অনুসন্ধান প্রচেষ্টার পরে শিশুদের খুঁজে পাওয়া গেছে । দেশের জন্য এটি একটি আনন্দের দিন ।
গত পয়লা মে যাত্রীবাহী বিমানটি কলম্বিয়ার আমাজন রেইনফরেস্টের অন্যতম প্রধান শহর সান জোসে দেল গুয়াভিয়ারের উপর দিয়ে ওড়ার সময় যান্ত্রিক গোলযোগ দেখা দেয় । তারপর বিমানটি আমাজন জঙ্গলে বিধ্বস্ত হয় । দূর্ঘটনায় পাইলটসহ তিন প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিহত হন । কিন্তু বিমানে থাকা কয়েকজন শিশুর খোঁজ মিলছিল না । কলম্বিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে,১৭ দিন আগে অ্যামাজনে বিধ্বস্ত হওয়া বিমানটিতে ভ্রমণকারী শিশুদের সন্ধানের জন্য স্নিফার কুকুর সহ ১০০ জনেরও বেশি সৈন্য মোতায়েন করা হয়েছিল । অনুসন্ধান অভিযানে সাহায্য করার জন্য তিনটি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে । হুইটোটো ভাষায় শিশুদের ঠাকুমার কাছ থেকে রেকর্ড করা বার্তাকে একটি হেলিকপ্টার থেকে মাইকে প্রচার করা হয় যাতে শিশুরা জঙ্গলের মধ্য দিয়ে চলাচল বন্ধ করে এক জায়গায় থাকতে বলা হয়েছিল । কিন্তু জঙ্গলের
৪০ মিটার বা ১৩১ ফুট লম্বা পর্যন্ত লম্বা বিশালাকার গাছ,বন্য প্রাণী এবং ভারী বৃষ্টিপাত “অপারেশন হোপ” অনুসন্ধানকে কঠিন করে তোলে । শেষ পর্যন্ত ৪ শিশুর সন্ধান পাওয়া যায় ।
সোমবার এবং মঙ্গলবার উদ্ধারকারী দল পাইলট এবং দুই প্রাপ্তবয়স্কের মৃতদেহ খুঁজে পেয়েছিল । নিহত যাত্রীদের মধ্যে হুইটোতো জাতির রানোক মুকুতুই নামে এক মহিলা রয়েছেন । তিনি ছিলেন চার সন্তানের মা । কলম্বিয়ার দুর্যোগ প্রতিক্রিয়া সংস্থা জানিয়েছে, বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়ার কয়েক মিনিট আগে পাইলট ইঞ্জিনের সমস্যার কথা জানিয়েছিলেন ।।